1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ক্যাশিং মেমরী পরিবর্তন করে ফায়ারফক্সের গতি বাড়ান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

ক্যাশিং মেমরী পরিবর্তন করে ফায়ারফক্সের গতি বাড়ান

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৯১৫ Time View

আমরা যখন একটি ওয়েব সাইট ভিজিট করি, তখন প্রথম বার এটি লোড হতে একটু বেশি সময় নেয়। কিন্তু এর পর থেকে রিফ্রেশ করা, ব্যাকে যাওয়া এবং বিভিন্ন পেইজ লোডিং এ সময় আগের চাইতে কম লাগে। মূলত ব্রাউজার ক্যাশিং এর কারনে এটি হয়ে থাকে। ওয়েব সাইট প্রথমবার ভিজিটের সময় ব্রাউজার কিছু ডাটা হার্ডড্রাইভে সেইভ করে রাখে এবং পরবর্তীতে ভিজিটের সময় সেখান থেকে লোড করে, ফলে পেইজগুলো দ্রুত লোড হয়।

 

আমরা প্রায় সবাই জানি যে, প্রাথমিক মেমরী অর্থাৎ RAM এর গতি হার্ডডিস্ক এর চাইতে বহুগুন বেশি। আর তাই ক্যাশিং এর জন্য হার্ডড্রাইভের পরিবর্তে যদি RAM নির্বাচন করা যায় তাহলে ক্যাশিং এর গতিও নিশ্চিতভাবে বেড়ে যাবে। আর ঠিক এই কাজটাই করতে যাচ্ছি আমরা।
ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার চাপুন।
একটি সতর্কবানী দেখা যেতে পারে সেখানে “I’ll be careful, I promise!” বাটনে ক্লিক করুন।
এরপর একটি ফিল্টার ঘর দেখা যাবে এবং সেখানে browser.cache লিখুন
browser.cache.disk.enable এ ডাবল ক্লিক করে এর ভ্যালু false করে দিন।
browser.cache.memory.enable এর ভ্যালু true করুন।
এরপর যে কোন জায়গায় রাইট ক্লিক করে New > Integer এ ক্লিক করুন এবং browser.cache.memory.capacity টাইপ করে OK চাপুন।
পরের ফিল্ডে 100000 (১০০ মেগাবাইটের সমান) লিখে OK চাপুন।
সবশেষে সবগুলো ফায়ারফক্স উইন্ডো বন্ধ করে পূনরায় চালু করুন।
এ পদ্ধতিতে আপনার RAM থেকে ১০০ মেগাবাইট জায়গা ক্যাশ হিসেবে ব্যবহৃত হবে। আপনার পিসির RAM যদি কম হয় তাহলে আপনি এটি আরও কম করে ধরতে পারেন। RAM বেশি হলে এই সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারেন। ব্রাউজারে about:cache লিখে চেক করে দেখতে পারেন সব কিছু ঠিক মত হয়েছে কিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com