1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ক্ষমতায় থাকতে ডিইউপির সঙ্গে টেরেসা মে'র বিলিয়ন পাউন্ডের চুক্তি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

ক্ষমতায় থাকতে ডিইউপির সঙ্গে টেরেসা মে’র বিলিয়ন পাউন্ডের চুক্তি

  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ২৫৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ক্ষমতায় থাকতে উত্তর আয়ারল্যান্ডের দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি-ডিইউপির সঙ্গে অতিরিক্ত এক বিলিয়ন পাউন্ড (১৩০ কোটি ডলার) বরাদ্দের চুক্তি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। সোমবার ডাউনিং স্ট্রিটে দুই পক্ষের মধ্যে এই চুক্তি হয়। খবর বিবিসির।

এর ফলে ডিইউপি এবং এর ১০ জন এমপি পার্লামেন্টে টেরেসাকে সমর্থন দিয়ে যাবে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে গত ৮ জুনের আগাম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় মে’র দল কনজারভেটিভ পার্টি। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে দর কষাকষির পর সোমবার ডাউনিং স্ট্রিটে দুই পক্ষের মধ্যে এই চুক্তি হয়।

চুক্তি স্বাক্ষরের সময় টেরেসা মে, ডিইউপি নেতা আরলিন ফস্টার, কনজারভেটিভ নেতা গেভিন উইলিয়ামসন, জেফরে ডোনাল্ডসনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই চুক্তি ২০২২ সাল পর্যন্ত মেয়াদ থাকা বর্তমান পার্লামেন্ট চালু রাখতে রসদ যুগিয়ে যাবে।

চুক্তিতে ওয়েলস ও স্কটল্যান্ডে সরকারি বিনিয়োগ সমন্বয় করার অনুরোধ করা হয়েছে। চুক্তির অর্থ উত্তর আয়ারল্যান্ডের অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হবে।

চুক্তি অনুযায়ী, উভয় রাজনৈতিক দলই ‘গুড ফ্রাইডে’ চুক্তি মেনে চলতে বাধ্য থাকবে।

এছাড়া, ব্রেক্সিট ও নিরাপত্তাসংক্রান্ত ইস্যুতে কনজারভেটিভ পার্টিকে সমর্থন দেবে ডিইউপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com