1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের আশাকান্দিতে উপনির্বাচনে মেম্বার নির্বাচিত হলেন রাহেল মিয়া - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরের আশাকান্দিতে উপনির্বাচনে মেম্বার নির্বাচিত হলেন রাহেল মিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ১০১৬ Time View
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুণ্য আসনে
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে
সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাহেল মিয়া। তিনি মোরগ প্রতিকে ৪৮৭ ভোট পেয়ে
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন ফুটবল প্রতিকে ভোট  পেয়েছেন ৪৭৮টি। অপর দুই প্রতিদ্বন্দ্বী যখাক্রমে আজির উদ্দিন তালা প্রতিকে ২৮১ ভোট ও সেবুল আহমদ চৌধুরী টিউবওয়েল প্রতিকে ভোট পান ১৫০টি।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, 
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৬জন। পুরুষ ভোটার ১হাজার৪৭ জন আর মহিলা ১ হাজার ১৯ জন।  ভোট কেন্দ্রে ১টি  ও বুথ সংখ্যা ৬টি। ভোট কাষ্টিং হয়েছে ১৪০৮। এর মধ্যে বাতিল ভোট সংখ্যা ১২টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারীভাবে রাহেল মিয়া নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে জাবেদ চৌধুরী সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ওই পদে তিনি পরিষদে অনুপস্থিত থাকায় গত ৭ ফেব্রুয়ারি ওই পদটি শুন্য ঘোষনা করে
গত ১৭ জুন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার নির্বচনের তফশিল ঘোষনা করেন। যার প্রেক্ষিতে গতকাল ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com