1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের সন্তান মালেশিয়ার এমপি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

জগন্নাথপুরের সন্তান মালেশিয়ার এমপি

  • Update Time : শনিবার, ১২ মে, ২০১৮
  • ৩০৩ Time View

বিশেষ প্রতিনিধি :: প্রবাসী অধ্যুষিত সুনামগগেঞ্জর জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোণা গ্রামের মৃত হাফিজ আবুল ফজলের ছেলে আবু হোসেন মালেশিয়ার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি গত বুধবার অনুষ্ঠিত দেশের ১৪তম সাধারণ নির্বাচনে বুকিত বিনতাং পি ০৫৯ সংসদীয় এলাকা থেকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনাল (বিএন) প্রার্থী হিসেবে ২২হাজার ৪৫০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।
বাংলাদেশী বংশোদ্ভূত আবুল হোসেন মালেশিয়ায় এমপি নির্বাচিত হওয়ায় তাঁর পৈত্রিক বাড়ি জগন্নাথপুরের সৈয়দপর হাড়িকোণা গ্রামে আনন্দ উচ্চ¦াস দেখা দিয়েছে। এ উচ্চ¦াস সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে দ্রুত জড়িয়ে পড়ে দেশে বিদেশে অবস্থানরত জগন্নাথপুরবাসীর মধ্যে। ফেসবুকে বইছে অভিনন্দন ও শুভেচ্ছা প্রদানের ঝড়।
আজ শনিবার সরেজমিনে সৈয়দপুর হাড়িকোনা গ্রাম পরিদর্শনকালে আবু হোসেনের চাচাতো ভাই ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে সৈয়দ মারুফ আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি (আবু হোসেন) এবারের বিশ্ব ইস্তেমায় বাংলাদেশে এসেছিল। ব্যস্ততার কারনে গ্রামের বাড়িতে আসতে পারেননি। এছাড়াও তার বাবা আবুল কালামের অসুস্থতার খবর শুনে কয়েক বছর আগে স্ত্রী, ছেলে -মেয়ে নিয়ে দেশে এসে দেখে গিয়েছিলেন।
আবুল হোসেন এর চাচী সত্তরোর্ধ বৃদ্ধা সালমা খাতুন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক বছর পূর্বে আবুল হোসেনের পিতা মালেশিয়ায় গিয়ে সেখানের স্থায়ী বাসিন্দা বাঙ্গালী নারী কুলসুমা বিবিকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের সাত ছেলে ও পাঁচ মেয়ে। তার মধ্যে আবু হোসেন দ্বিতীয়। সকল সন্তানের জন্ম মালেশিয়ায়। তবে তাঁদের বাবা জীবিত থাকাবস্থায় বড় দুই ছেলে আবু হাসান ও আবু হোসেনকে নিয়ে গ্রামের বাড়িতে মাঝে মধ্যে আসতেন। বাবার মৃত্যুর পর বড় দুই ছেলে আবু হাসান ও আবু হোসেন প্রায় আড়াই বছর পূর্বে গ্রামের বাড়ি এসে কয়েক ঘন্টা সময় কাটিয়ে আমাদেরকে দেখে যান। তিনি বলেন, আবু হোসেন এমপি হওয়ার খবরে আমরা আনন্দিত। আবু হোসেনের আরেক চাচাতো ভাই নুর আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আবু হোসেন এমপি হওয়ার খবর শুনে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে তাঁর সাথে আমাদের দেখা হয়েছিল।
গ্রামের বাসিন্দা সৈয়দ মোছাদ্দিক আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন পূর্বে আমাদেও সৈয়দপুর গ্রামের ৬জন প্রবাসী ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ আনন্দের রেশ কাটতে না কাটতে মালেশিয়ায় আমার গ্রামের সন্তান আবুল হোসেন এমপি নির্বাচিত হয়েছেন শুরু খুবই গর্বিত বোধ করছি।
সৈয়দুপর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের ইউনিয়নের বাসিন্দা হিসেবে আমরা গর্বিত। সৈয়দপুরের সন্তান মালেশিয়ায় প্রতিনিধিত্ব করছেন যা আমাদেরকে গর্বিত করেছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,আবু হোসেন এর গর্বে গর্বিত জগন্নাথপুর উপজেলা। মালেশিয়ার মতো উন্নয়নশীল দেশে এমপি নির্বাচিত হয়ে তিনি আমাদেরকে গর্বিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com