1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে আলোচিত ব্যবসায়ী হত্যাকাণ্ড:, আইনশৃংঙ্খলাস সভায় উদ্বেগ প্রকাশ, দ্রূত রহস্য উদঘাটনের দাবি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু পাকিস্তানে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগ. গ্রেপ্তার ৭ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২ জগন্নাথপুরে মিথ্যা মামলায় আ.লীগ নেতা কে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে জামিন ঈদের সময় এলো সাড়ে ৯ হাজার কো‌টি টাকার রেমিটেন্স সেপটিক ট্যাংক থেকে হবিগঞ্জের তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সরবরাহ বিঘ্নিত

জগন্নাথপুরে আলোচিত ব্যবসায়ী হত্যাকাণ্ড:, আইনশৃংঙ্খলাস সভায় উদ্বেগ প্রকাশ, দ্রূত রহস্য উদঘাটনের দাবি

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪৩৮ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ফটো স্টুডিও’র মালিক আনন্দ সরকার (২৩) হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও হত্যার রহস্য উদঘাটন হয়নি। এমনকি পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আজ সোমবার দুপুরে জগন্নাথপুর মাসিক আইন শৃংঙ্খলা কমিটির সভায় ব্যবসায়ী আনন্দ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় বক্তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। দ্রুত হত্যার কারন উদঘাটন করে এবং এঘটনার জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইয়াসির আরাফতের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, সিরাজুল হক, শহিদুল ইসলাম রানা, মখলিছ মিয়া, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারডা: সায়খুল ইসলাম,জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা আবাসিক (বিদ্যুৎ) সহকারি প্রকৌশলী পাভেল আহমদ,

শিক্ষক সাইফুল ইসলাম রিপন. মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমুখ।

আইন শৃংঙ্খলা কমিটির সদস্য শিক্ষক সাইফুল ইসলাম রিপন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৯ সালে উপজেলা সদরে সংঘটিত ব্যবসায়ী আনন্দ সরকার হত্যাকাণ্ডের রহস্যের জট এখনও খুলেনি। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতারও করতে পারেনি। নৃংশস এই হত্যাকাণ্ড মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দ্রুত এই হত্যার রহস্য উদাঘটন করে দোষিদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি করেছি আমরা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০১৯ সালের ৫ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের পাশে পৌরশহরের কমিউনিটি সেন্টার এলাকায় আনন্দ ডিজিটাল স্টুডিও’র মালিক আনন্দ সরকারের জবাইকৃত মরদেহ তাঁর দোকানঘর থেকে উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার পর দোকানঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। আনন্দ সরকারের মোবাইলফোনটি খোয়া যায়। ওই দিন সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশের ক্রাইন সিন ইউনিট এর একটি দল ঘটনাস্থল পরির্দশন করে। তবে কোন ধরনের আলামত পাওয়া গেছে কিনা এবিষয়ে পুলিশ কোন তথ্য জানায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com