1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির ৮ লাখ ৩৩ হাজার টাকার চেক বিতরণ

  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ বুধবার দুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপ বৃত্তির টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে একসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল হাই প্রমুখ।
উপজেলা সমাজ সেবা কার্যালয় সুত্র জানায়- সরকার কর্তৃক গত একবছরের উপ বৃত্তির টাকার চেক জগন্নাথপুরের কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ১১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ৮ লাখ ৩৩ হাজার ৬শত টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
এরমধ্যে কলেজ পর্যায়ে জনপ্রতি ৯ হাজার ৬শত টাকা, মাধ্যমিকে ৮ হাজার ৪শত টাকা এবং প্রাথমিক পর্যায়ে ৭ হাজার ২শত টাকার করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com