1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে শিক্ষক সংকটের মধ্যেও সেরা ফলাফল করেছে স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে শিক্ষক সংকটের মধ্যেও সেরা ফলাফল করেছে স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়

  • Update Time : রবিবার, ৬ মে, ২০১৮
  • ৫৩১ Time View

বিশেষ প্রতিনিধি ও গোবিন্দ দেব:: জগন্নাথপুর উপজেলার সব ক’টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল করেছে জগন্নাথপুর উপজেলা সদরের একমাত্র সরকারী স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় ।
এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬১ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯২.৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো গৌর গোপাল তালুদকার, শান্ত দেবনাথ, গাউছ ইসলাম তানভীর, গোপীনাথ তালুদকার ও জুনায়েদ আহমদ। এছাড়া অ- পেয়েছে ১৫জন, Ñঅ পেয়েছে ১৮জন, ই পেয়েছে ১০জন ও ঈ পেয়েছে ১০জন।
বিদ্যালয় সুত্র জানায়, প্রায় দুইযুগ ধরে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট রয়েছে। ফলে পাঠদানের মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছে। প্রধান শিক্ষক পদসহ একাধিক শিক্ষক পদ রয়েছে শুন্য। বর্তমান তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। এছাড়াও খন্ডকালিন শিক্ষক রয়েছেন তিনজন। বিদ্যালয়ে মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৩২২জন। শিক্ষক সংকটের মধ্যে এবার এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল হয়েছে।
এদিকে উপজেলা সদরের একমাত্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকট। এবার এ বিদ্যালয় থেকে ৭৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৬১জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। তারা হলো, সুম্মিতা গোষ¦ামী মৌ ও আন্না রানী গোপ। পাশের হার ৮০.২৬ শতাংশ।
এ বিদ্যালয়ে রয়েছেন শিক্ষক সংকট। বর্তমান প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক দায়িত্বে রয়েছেন। খন্ডকালিন শিক্ষক হিসেবে রয়েছেন ৫জন। মোট শিক্ষার্থী ৩২০জন।
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, র্দীঘদিন ধরে শিক্ষক শিক্ষক সংকট থাকার পরও এবার জগন্নাথপুরের মাধ্যমিক সব ক’টি বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা খুবই ভাল ফলাফল অর্জন করেছে। বিদ্যালয় শিক্ষক সংকট নিরসল হলেও আরো ভাল ফলাফল হতে পারতো। তিনি বিদ্যালয়ের ফলাফল সন্তোষ প্রকাশ করেছেন।
ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক সংকটের মাঝেও শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সদরের সরকারী দুই মাধ্যমিক বিদ্যালয় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। আশা করছি, শিক্ষক সমস্যার সমাধান হলে আগামীতে আরো ভাল ফলাফল করবে বিদ্যালয় দুইটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com