1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে অফিসার্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার বিদায় সংবর্ধনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

জগন্নাথপুরে অফিসার্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৪৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল হাকিম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার প্রথমশ্রেণীর অফিসার্স ক্লাবে অনুষ্টিত হয়। অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্র্রকৌশল অফিসার আব্দুল রব সরকার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যন আকমল হোসেন, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ এস এম আব্দুল হাকিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পাল, উপজেলা বিদুৎ প্রকৌশলী জিন্নাত আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সমবায় অফিসার দেলোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়সহ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ। এসময় অন্যানের মধ্যে জগন্নাথপু টুয়েন্টিফোরডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, শিক্ষক উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, সরকারী অফিসাররা তাদের কাজের মাধ্যমেই অম্লান হয়ে থাকেন। তাই যে অফিসার যতবেশী কর্মট হন তিনিই ততবেশী মানুষের হৃদয়ে জায়গা করে নেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার একজন বিচক্ষন সৎ ও ভাল অফিসার ছিলেন। তিনি জগন্নাথপুরবাসীকে সেবা দিয়েছেন। তাই আমরা তাকে অনেক অনেক দিন মনে রাখব। সংবর্ধনা অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল হাকিম বলেন, সাড়ে তিন বছর এ উপজেলায় চাকুরী করার সুবাদে এ উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের অফিসারসহ মানুষের কাছ থেকে অনেক সহযোগীতা পেয়েছি। চেষ্ঠা করেছি সাধ্যমতো সেবা দেয়ার। তাই জগন্নাথপুরবাসীর কথা মনে থাকবে আজীবন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমার চাকুরীকালীন জীবনে অনেক ইউএইচও পেয়েছি। তিনি ছিলেন অত্যন্ত ব্যতিক্রম। তার যোগ্য নেতৃত্বে স্বাস্থ্য ক্ষেত্রে এ উপজেলা অনেক এগিয়েছে। এজন্য তিনি তাকে ধন্যবাদ জানান। পরে ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com