1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর-বিশ্বনাথ-সড়কে সেতুর অ্যাপ্রাচে ধস, ১২ ঘন্টা পর যান চলাচল শুরু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুর-বিশ্বনাথ-সড়কে সেতুর অ্যাপ্রাচে ধস, ১২ ঘন্টা পর যান চলাচল শুরু

  • Update Time : শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ২৩২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে একটি সেতুর অ্যাপ্রোচ ধসে যাওয়ায় ১২ ঘন্টা পর সিলেটের সঙ্গে সরাসসি যান চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালের দিকে ওই সড়কের জগন্নাথপুর পৌরশহরের ভবেববাজার নিকটবর্তী মুচিবাড়ীর সামনের সেতুটির দুই অংশের অ্যাপ্রোচ নিচের দিকে ধসে পড়ে যানবাহন চলাচল বিঘিœত হয়। ফলে জনসাধারন চরম ভূগান্তিতে শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলারবাসীর যোগাযোগের একমাত্র অবলম্বন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।
শুক্রবার বেলা দুইটায় সরেজমিনে ঘুরে দেখা যায়, উল্লেখিত সেতুর পূর্বাংশের দুই পাশের অ্যাপ্রোচের মাটি নিচে ধসে পড়ে বড় বড় দুইটি গর্ত সৃষ্টি হয়েছে। যে কারনে এ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল ব্যাহত হয়। সেতুর দুই পাড় থেকে যান চলাচল করছে। সড়কে আটকে আছে ছোট বড়-ভারি যানসহ শতাধিক যানবাহন।
ওই সড়কের নিয়মিত যাতায়াতকারী মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরোনো এ সেতুটি র্দীঘদিন ধরে সংস্কার হচ্ছেনা। ফলে কয়েকবার সেতুটির অ্যাপ্রোচ ধসে পড়ে যানবাহন চলাচলে মারাত্মকভাবে সমস্যা তৈরী করে। এতে করে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হন। তিনি স্থানীয়ভাবে টেকসইভাবে সংস্কার কাজ করার জন্য আহবান জানান।
জগন্নাথপুরের পরিবাহন শ্রমিক নেতা নিজামুল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিনের অব্যাহত ভারি বর্ষনে সেতুর অ্যাপ্রোচ দূর্বল হয়ে যায়। আজ (গতকাল) সকাল ৬টার দিকে হঠাৎ করে অ্যাপ্রোচ সড়কের দুই অংশের মাটি নিচে পড়ে বিশাল গর্ত তৈরী হয়। এ জন্য সিলেটের সঙ্গে ওই সড়কের যানবাহন সরাসরি বন্ধ হয়ে যায়। ১২ ঘন্টা যানবাহন বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার করার পর সন্ধ্যা৬টার দিকে আবার সরাসরি যানবাহন চলাচল করছে।
তবে দুপুরের দিকে কিছু সংখ্যক মিনিবাস বিল্পক সড়ক হিসেবে উপজেলার কেশবপুর-পাটলী সড়ক হয়ে মীরপুর বড় কাপন এলাকা দিয়ে সিলেটের যাওয়া আসার করছে বলে তিনি জানিয়েছেন।
জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কটি আমাদের আওতাধীন। ক্ষতিগ্রস্থ সেতুর অ্যাপ্রোচের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com