1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
তিস্তা চুক্তি আরো আগেই হওয়া উচিত ছিল- বিমান বসু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

তিস্তা চুক্তি আরো আগেই হওয়া উচিত ছিল- বিমান বসু

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৭৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- এত দিনেও বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিআইএম নেতা বিমান বসু। মঙ্গলবার মধ্য কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কক্ষের সামনে বঙ্গবন্ধুর ৯৫তম জন্ম দিনে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি। এ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিমান বসু বলেন, এ চুক্তি অনেক আগেই হওয়া বাঞ্ছনীয় ছিল। কেন এখনও এই চুক্তি হচ্ছে না তা তার বোধগম্য হচ্ছে না বলে তিনি জানান। আন্তর্জাতিক আইন মেনে এই চুক্তি করার ক্ষেত্রে কোন বাধা রয়েছে বলে তিনি মনে করেন না। তিনি মনে করেন, পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারকে সচেষ্ট হয়ে এই চুক্তি দ্রুত সম্পন্ন করার দিকে এগোনো উচিত। সমপ্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে গিয়ে তিস্তা চুক্তি নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছেন। ভারত সরকারও দ্রুত এ চুক্তিটি সম্পন্ন করতে আগ্রহী। তবে তার আগে সীমান্ত চুক্তিটি সম্পন্ন করা সম্ভব হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের বাম দলগুলোর বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের স্বার্থে দুটি চুক্তি রূপায়নের কথা বারে বারে বলে এসেছে। তবে মমতার মতো বদলের পরে এ প্রথম বামফ্রন্টের চেয়ারম্যান তিস্তা চুক্তি নিয়ে তার অভিমত খোলাখুলি জানিয়েছেন। তিনি বলেন, ২০১১ সালের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ই এ চুক্তি নিয়ে ভারত সরকার সদর্থকভাবে এগিয়ে গিয়েছিল। সে সময় এই চুক্তি স্বাক্ষরিত হওয়া উচিত ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com