1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ধর্মপাশায় দুই শিক্ষিকার ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠছেন দেশের শিক্ষক সমাজ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

ধর্মপাশায় দুই শিক্ষিকার ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠছেন দেশের শিক্ষক সমাজ

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০১৬
  • ২৮৬ Time View

স্টাফ রিপোর্টার:: ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছেন দেশের শিক্ষক সমাজ। ঘটনার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষকদের ওপর হামলাকারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সর্বানন্দ তালুকদারকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মিছিল মিটিং প্রতিবাদসভা ও মানবন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক সাবেরা বেগম লিখিত বিবৃতিতে এ কর্মসুচী ঘোষণা করেন। সংগঠনের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আহবায়ক হারুনুর রশিদ এবং কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন সুনামগঞ্জ জেলায় এ কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছেন। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্মপাশা সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি এঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানায়। উল্লেখ্য গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের সভাপতি ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি সর্বানন্দ তালুকদার তাঁর লোকজনকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী রাণী দাস ও সহকারি শিক্ষক মনি রাণী তালুকদারকে মারধর করেন। এ সময় সভাপতি ও তাঁর লোকজন শিক্ষক হাজিরা খাতা নিয়ে যায় এবং শিক্ষার্থীদের হাজিরা খাতা ছিড়ে ফেলে। আহত দুইজন শিক্ষক ওইদিন দুপুর আড়াইটায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নেন। ঘটনার চারদিন অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় না এনে উল্টো ঘটনাটি ধামাচাপা দিতে হামলাকারী আওয়ামীলীগ নেতার বড়ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র দাশ সংবাদসন্মেলন করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্ঠা চালান। এতে দেশের শিক্ষক সমাজরা বিক্ষোব্দ হয়ে উঠেছেন। জগন্নাথপুর পৌর শহরের বাসুদেববাড়ী এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক শশাংক বিজয় চৌধুরী বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনা নিন্দা জানানোর ভাষা নেই। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দরকার। অবসরপ্রাপ্ত আরেক শিক্ষক মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। স্বাধীনদেশে শিক্ষকদের ওপর এরকম হামলা মেনে নেয়া যায় না। হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এদিকে জেলার শিক্ষক নেতারা জেলা প্রশাসক বরাবরে এঘটনায় স্মারকলিপি প্রদান করে বিচার দাবি করেছেন। এঘটনায় নির্য়াতনের শিকার শিক্ষিকরা সুনামগঞ্জ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com