1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত সর্দার ও সহসহযোগী পুলিশে সোপর্দ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

নবীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত সর্দার ও সহসহযোগী পুলিশে সোপর্দ

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ২০৯ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ডাকাত সর্দার জাহাঙ্গীর ও আজাদকে চুরাই গরুসহ জনতা আটক করেছে। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় নবীগঞ্জে স্বস্থি ফিরে এসেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার হরিধরপুর গ্রামের দুর্ধর্ষ ডাকাত একাধিক ডাকাতি মামলার আসামী মৃত নাইওর মিয়ার পুত্র জাহাঙ্গীর (৩০) তার সহযোগী একই গ্রামের মৃত আছাব উল্লাহর পুত্র আজাদ (৩৬)সহ আরো ২/৩জন ডাকাত গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুর্শি গ্রামের মুজেফর আলীর বাড়ীতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে একটি দুধের গাভী বাচ্চাসহ মুল্য ৬০ হাজার টাকা দামের নিয়ে যায়। পরে কুর্শি গ্রামের লোকজন বিভিন্ন এলাকায় তাদের সন্ধানে বেরিয়ে পড়েন। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার সময় ডাকাত জাহাঙ্গীর কে সন্দেহ জনক অবস্থায় রায়পুর গ্রামের নিকট থেকে তাদের ধরে উত্তম মধ্যম দিলে সে চুরির কথা স্বীকার করে। এবং তার স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের আজাদ এর বাড়ী থেকে চুরাই গাভী উদ্বার করা হয় এবং আজাদকে আটক করা হয়। এ সময় তাদের অপর সহযোগী একই গ্রামের মৃত ছত্তার উল্লাহর পুত্র তাহির মিয়া (৪০) পালিয়ে যায়। পরে তাদের কুর্শি গ্রামে নিয়ে আসেন জনতা। সেখানে তাদের কে উত্তম মধ্যম দেয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ্র দেব ও এস আই প্রদ্যুত চক্রবর্তী উপস্থিত হয়ে আটক ডাকাতদের গ্রেফতার করে থানায় নিয়ে যান। উল্লেখ্য ডাকাত জাহাঙ্গীর নবীগঞ্জের ( অবঃ) শিক্ষক মোদাব্বির হোসেন ও পুলিশের এস আই আহমদ হোসেন সুমনের হরিধরপুর গ্রামের বাড়ীতে আলোচিত ডাকাতির ঘটনার সাথে জড়িত। এ মামলায় ২বছর কারাভোগের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারো সে ডাকাতির পেশায় জড়িয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com