1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন,চাল ও নগদ টাকা বিতরন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

নবীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন,চাল ও নগদ টাকা বিতরন

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৪৯৩ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে : নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন,চাল ও নগদ টাকা বিতরন করা হয়েছে। ইতিমধ্যে বিদায়ী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ক্ষতিগ্রস্ত ইউনিয়ন গজনাইপুর,নবীগঞ্জ সদর ও করগাাঁও ইউনিয়নে ২৮টি পরিবারের মধ্যে এক বান্ডিল টিন ও নগদ ৪হাজার টাকা বিতরন করেছেন। এদিকে সরকারী হিসাব অনুযায়ী মোট ৯৪৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তন্মধ্যে সম্পন্ন ৫১৬টি এবং ৪২৭টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারী হিসাবে তালিকা করা হয়েছে। সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে কালিয়াভাঙ্গা ইউনিয়ন। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মধ্যে ২০কেজি করে চাল ও নগদ ৫শ’টাকা করে দেয়া হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু মাত্র ২০কেজি করে চাল দেয়া হয়। এছাড়া সরকারী হিসাব অনুযায়ী নবীগঞ্জ উপজেলায় মোট ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। তন্মধ্যে ৪০ভাগ উত্তোলন করা হয়েছে। বাকী ৬০ভাগ এর মধ্যে ১হাজার ২৯৮ হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে বলে উলে¬খ করা হয়েছে। তবে সরকারী হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কয়েকগুন বেশী এবং যে পরিমান সাহায্যে বিতরন করা হয়েছে তা খুবই অপ্রতুর বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এদিকে ঝড়ে ঘরবাড়ি হারা পরিবারগুলোর দুর্দশা চরমে পৌছেছে। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছেন। নবীগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল¬াহ গতকাল ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com