1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ফেঞ্চুগঞ্জে গণসংবর্ধনা নির্বাচনী এলাকার জনগণ আমার প্রেরণার উৎস:মাহমুদ-উস-সামাদ চৌধুরী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে গণসংবর্ধনা নির্বাচনী এলাকার জনগণ আমার প্রেরণার উৎস:মাহমুদ-উস-সামাদ চৌধুরী

  • Update Time : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১৯২ Time View

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, নির্বাচনী এলাকার জনগণ আমার প্রেরণার উৎস। বিগত ৩০ ডিসেম্বর আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ আমাকে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে মহান জাতীয় সংসদের কথা বলার সুযোগ করে দেয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের কাছে আমি চির কৃতজ্ঞ। বিগত ১০ বছর এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ৮ হাজার ৩শ কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে। এই নির্বাচনী এলাকার জনগণকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। ইনশাআল্লাহ আগামীতে এ স্বপ্ন বাস্তবায়ন করবো। আমাকে আল্লাহ যতোদিন বেঁচে রাখবেন আমি জনগণের খাদিম হিসাবে কাজ করে যাবো।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় চন্ডিপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ভাস্বর রঞ্জন দাস, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সদস্য এ আর সেলিম, মহানগর আওয়ামীলীগের সদস্য এডভোকেট জসিম উদ্দিন, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারী, উপজেলা আনজুমানে আল ইসলাহ নেতা হারুনুর রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, প্রবাসী আয়াছুর রহমান, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক শাইস্তা, উত্তর কুশিয়ারা ইউনিযন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, কাজী সমিতি ও ইমাম সমিতির নেতা মাওলানা আব্দুল জলিল, শিক্ষক সমিতি নেতা শহিদুজ্জামান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাবুর রহমান রুনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা সিবিএ সভাপতি আব্দুল মালিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসিক আহমদ, উপজেলা যুবলীগ আহবায়ক মাসার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন পেশার সংগঠনের পক্ষ থেকে মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপির হাতে ফুল দিয়ে মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত আওয়ামীলীগে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আতিকুর রহমান সুজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান, প্রবীণ মুরুব্বী শহিদ-উজ-সামাদ চৌধুরী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ওয়াহিদুজ্জামান চৌধুরী সহ দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com