1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিদ্যুৎ কর্মকর্তাদের ভেলকিবাজীতে ক্ষুব্দ জগন্নাথপুরবাসী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

বিদ্যুৎ কর্মকর্তাদের ভেলকিবাজীতে ক্ষুব্দ জগন্নাথপুরবাসী

  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ২৩৬ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতা ‍ও ভেলক্বিবাজির কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদেরকে। বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া নিয়মে পরিণত হয়েছে। আবার বৃষ্টি কমলেও সাথে কিছু ঝড়বাতাস হলেও আর কথা নেই কবে পাওয়া যাবে বিদ্যুতের দেখা তা অনিশ্চয়তায় ডাকা পডে। বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের দেখা পাওয়া দুরহৃ হয়ে পড়ে। বার বার ফোনে যোগাযোগ করলেও দায়িত্বশীলদরে কোন সাড়া মিলেনা । মুঠোফোন বন্ধ করে তারা দায়িত্ব এড়িয়ে যান। আবার ফোন খোলা থাকলেও ফোন রিসিভ করেন না। তাদের দায়িত্বহীন কর্মকান্ডে গ্রাহকরা অতীষ্ঠ হয়ে উঠেছেন। ভূক্তভোগীদের অভিযোগ প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আদায় হওয়ায় সরকার বিদ্যুৎ বিভাগকে গুরুত্ব দিয়ে এ উপজেলায় নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে একজন কর্মকর্তা পদায়ন করেছেন। কিন্তুু দুঃখের বিষয় ওই কর্মকর্তা জগন্নাথপুরবাসীকে কোন সেবা দিচ্ছেন না। তিনি কোথায় থাকেন কখন অফিস করেন তা কেউ জানে না। বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী শ্যামল সরকার ও আবাসকি প্রকৌশলী আবুল আজাদ ও পাবলে এর র্কাযক্রমে গ্রাহকরা অসন্তোষ্ঠ ও ক্ষুব্দ। পাটলী ইউনয়িনরে চেয়ারম্যান সিরাজুল হক বলেন,বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের ব্যবহারে আমরা সন্তোষ্ট নই। তিনি অভিযোগ করে বলেন,সামান্য প্রয়োজনে অসংখ্য বার বিদ্যৎ অফিসে ফোন দিয়েও কোন সুরাহা পাইনি। যা অত্যন্ত দুঃখজনক। গ্রাহকরা জানান, গতবৃহস্পতবিার রাত থকেে শুক্রবার এরিপোর্টা লেখা অবধি জগন্নাথপুরে বিদ্যুৎ নেই। দুই একবার দেখা মিললেও ৫ মিনিটের বেশী সায়ত্ব ছিল না। জরুরুী বিভিত্তে জগন্নাথপুররে বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষপ নিতে গ্রাহকরা দাবি জনিয়েছেনে। এছাড়াও দয়িত্বশীল র্কমর্কতাদের দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলাতির বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন। এবষিয়ে জানতে একাধকিবার নির্বাহী প্রকৌশলীকে ফোন করা হলওে তনিি ফোন ধরনেন। এমনজি ইমারজেন্সি ও সেল ফোনটি সার্বক্ষনিক বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com