1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুরের ঈদ বাজারে ক্রেতাদের ঢল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুরের ঈদ বাজারে ক্রেতাদের ঢল

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ২৭২ Time View

স্টাফ রিপোর্টার:: বৃষ্টি উপক্ষো করে জগন্নাথপুরের ঈদ বাজারে ঢল নেমেছে ক্রেতাদের। জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন বিপনী বিতানে এমন দৃশ্য দেখা গেছে বৃহস্পতিবার। সকাল থেকে থেমে থেকে দিনভর বৃষ্টি ছিল জগন্নাথপুরে। বৃষ্টির বাধাঁ অপেক্ষা করে ঈদ বাজারে মানুষের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। আর মাত্র ৩/৪ দিন পরেই পবিত্র ঈদ-উল ফেতর। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভীড় তথ বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে কাপড় ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার মালামাল আমদানি করেন। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের মার্কেট, বিপনী বিতরন ও গার্মেন্টে আলোকসজ্জা করা হয়েছে। কোনো কোনো বিপনী বিতানেরা পক্ষে থেকে ছাড় ঘোষনা করা হয়েছে।

১৫ রোজার পর থেকেই ঈদ বাজার জমে উঠে। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা গত ১ মার্চ আকস্মিকভাবে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসলডুরির পর একের পর এক হাওরের কাঁচা আধা পাকা ধান পানিতে তলিয়ে যায়। ফসলডুরি পর সরকারী সহায়তা, প্রবাসি, বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তশালীদের অনুদানে ফসলডুবির প্রভাব অনেক টা কমতে শুরু করে। হাওরের ফসলহানির প্রভার ঈদ বাজারে পড়ছে বলে অনেকই জানিয়েছেন।
পৌরশহরের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতরণ ঘুরে দেখা গেছে, সব ব্যবসা প্রতিষ্টানেই ক্রেতারে ভীড়। শপিংমল থেকে ফুটপাত পর্যন্ত ছিল প্রচন্ড ভিড়।

কাপড় ব্যবসায়ী বকুল গোপ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ২০ রমজানের পর থেকেই ঈদ বাজার জমতে শুরু করে। বেচাকেনাও ভাল হচ্ছে। হাওরের ফসলডুরির প্রভাব এখন আর ঈদ বাজারে নেই। তবে শহরের প্রধান ও ড্রেনেজ ব্যবস্থা অনুপযোগি হয়ে পড়ায় সদরের বাহিরের লোকজনের উপস্থিতি একটু কমেছে।

আলজান্নান মার্কেটের ঝলক ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, বৃষ্টি অপেক্ষার করে ক্রেতাদের ভীড় বাড়লেই আশানুরূপ ব্যবসা হচ্ছে না। তবে আশা করছি শেষ মুর্হুতের জমজমাট হয়ে উঠবে।

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, প্রতিবছরের মতোই ঈদ বাজার জমে উঠেছে বেচাকেনাও ভাল হচ্ছে। সরকারী সাহায্য, প্রবাসি ও সমাজের বৃত্তশালীদের অনুদানে হাওরের ফসলহানির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com