1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মানস রায়ের মৃত্যুতে কাঁদছে জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গন বিভিন্ন মহলের শোক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

মানস রায়ের মৃত্যুতে কাঁদছে জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গন বিভিন্ন মহলের শোক

  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৫৬০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:
জগন্নাথপুর উপজেলা সাংষ্কৃতিক অঙ্গণের প্রিয়মুখ উদীচী ও খেলাঘর আসরের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মানস রঞ্জন রায় (৬৫) আর নেই। শনিবার তিনটায় সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগাহী রেখে গেছেন। বিকেলে সাড়ে ৫টায় জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পৌর শহরের মহাশশ্মানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান,মাসুম আহমদ,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, নাট্যবানীর সাবেক সভাপতি ডা. আব্দুল আহাদ, দিলওয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক রেনু, শাহজালাল মহাবিদ্যালয় অধ্যক্ষ এম এ মতিন,প্রভাষক এনামুল কবির,জগন্নাথপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার,প্রভাষক অশেষ কান্তি দে, সাংবাদিক আলী আহমদ, গোবিন্দ দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সহ সভাপতি প্রনয় সূত্রধর খোকন, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক সাংগঠনিক সম্পাদক বিভাস দে, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক হীরা মোহন দে, শশ্মানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বণিক, শিল্পকলা একাডেমীর অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, শিক্ষক বিজয় দেব, উদীচী শিল্পী গোষ্ঠী সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, রনি রাজ, সদস্য খোকন মিয়া, মোহাম্মদ নাঈম প্রমুখ।
উল্লেখ্য মানস রঞ্জন রায় ১৯৭৬ইং সাল থেকে জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। তাঁর ৫টি নাটকের বই প্রকাশিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুই বিঘা জমিকে নাট্যরূপ দিয়ে তাঁর নির্দেশনায় একটি নাটক সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে মঞ্চস্থ হয়। তাঁর গুরুত্বপূর্ণ নাটকগুলোর মধ্যে রয়েছে ওরা জেগে আছে, সিংহাসন, দুকূলে নদী ভাঙ্গন প্রভৃতি।
জগন্নাথপুরের সাংস্কৃতিক কর্মকান্ডে তাঁর নেতৃত্ব ছিল লক্ষ্যণীয়। উপজেলা শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। এছাড়াও দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম সাংষ্কৃতিক সংগঠন নাট্যবাণীর সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com