1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মৌলভীবাজারে বন্যার অবনতি, মাঠে সেনাবাহিনী, কমলগঞ্জে তিনজনের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বন্যার অবনতি, মাঠে সেনাবাহিনী, কমলগঞ্জে তিনজনের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ২০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নামে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক এ বন্যায় প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।এদিকে কমলগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ভেসে নিখোঁজ তিনজনের লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ও আটকে পড়া মানুষদের উদ্ধারে জেলায় কাজ শুরু করেছে সেনাবাহিনী।শুক্রবার (১৫ জুন) থেকেই দুর্গত এলাকায় কাজ শুরু করেছে সেনাবাহিনীর দুটি ইউনিট। শুক্রবার মধ্যরাতে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম বন্যাক্রান্ত এলাকা পর্যবেক্ষণ করেন। শনিবার দুপুর থেকে ৬০ সদস্যের আরেকটি দল শহর রক্ষা বাধ এবং বন্যার্তদের জন্য কাজ শুরু করবে।রাজগনর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, উপজেলায় প্লাবিত এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি টিম। রাজনগর কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা কার্যক্রম পরিচালনা করছেন।পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী রনেন্দ্র শঙ্কর চক্রবর্তী পার্থ জানান, শনিবার সকাল ৯টায় মনু নদী মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটের কাছে বিপদ সীমার ১৫৯ সেন্টিমিটারে এবং মনু কুলাউড়ায় রেলওয়ে ব্রিজে ১২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।অপরদিকে কুশিয়ারা নদী শেরপুরে কাছে ৪০ সেন্টিমিটার ও কমলগঞ্জে ধলাই নদী বিপদ সীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তিনি জানান, এখন পর্যন্ত বিশ হাজার বালুভর্তি বস্তা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে হবিগঞ্জ সুনামগঞ্জ থাকে আরো বস্তা আনা হবে।এদিকে মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় শহরবাসীকে সতর্ক থাকতে জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে বলে পাউবির এ কর্মকর্তা জানান।এদিকে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা প্রশাসনের সাথে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ মো. আব্দুল মতিন, সেনাবাহিনী প্রতিনিধি দলের সিইও কর্নেল শাহাব, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ, সিনিয়র মৎস্য অফিসার সুলতান মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com