1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর এবার অর্থমন্ত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্থ হাওর দেখতে বৃহস্পতিবার নলুয়ার হাওরে আসছেন মন্ত্রী এম এ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর এবার অর্থমন্ত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্থ হাওর দেখতে বৃহস্পতিবার নলুয়ার হাওরে আসছেন মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ২৩৭ Time View

স্টাফ রিপোর্টার:: মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্থ হাওর ঘুরে দেখার পর এবার নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলার প্রধান হাওর জেলার অন্যতম বৃহৎ হাওর পরির্দশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে নলুয়ার হাওরের ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে আসছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। ২৫ মে বৃহস্পতিবার জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বর্তমান সরকারের অন্যতম প্রবীণ মন্ত্রী সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কে নিয়ে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করতে আসছেন। সেই সাথে নলুয়ার হাওরপাড়ের সমদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলকপ্টার অবতরন করে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলবেন। পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে সরকারি কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিদের সাথে বন্যা পরিবর্তী ত্রাণ ও পূনবাসন কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে মতবিনিময় করবেন।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের জগন্নাথপুরের নলুয়ার হাওর পরির্দশন সফল করতে স্থানীয় প্রশাসন প্রস্তুুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে সমদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা হাওর এলাকা পরির্দশন করে প্রস্তুুতির অগ্রগতি পরির্দশন করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,২৫ মে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নলুয়ার হাওর পরির্দশনের সরকারি সফরসূচী পেয়ে ইতিমধ্যে সকল প্রস্তুুতি গ্রহণ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com