1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে ৯ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলে যারা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৯ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলে যারা

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৩৫১ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন অ্যাড. আবুল হোসেন, তিনি তালা প্রতীকে পেয়েছেন ২১,০৫৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকির হোসেন শাহীন চশমা প্রতীকে পেয়েছেন ১৫,৫৮৬ ভোট।
দক্ষিণ সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নূর হোসেন, তিনি মাইক প্রতীকে পেয়েছেন ২০,৯৬৬ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী জমির হোসেন জামিল পেয়েছেন (টিউবওয়েল-২,১৬৯ ভোট), মাওলানা আতাউর রহমান (তালা ৩,৮২৭ ভোট), কামাল হোসেন পারভেজ (টিয়া পাখি-৬,৪০৫ ভোট), শহীদুল ইসলাম (বৈদ্যুতিক বাল্ব-২,০৫৫ ভোট), মোশারফ হোসেন (চশমা ১৪,৯৫১ ভোট) ও সীতাংশু শেখর ধর পেয়েছেন (উড়োজাহাজ- ৩,৮৬১ ভোট)।
শাল্লা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দিপু রঞ্জন দাশ, তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯,৪৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি পংকজ কুমার চৌধুরী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৭,২৫৮ ভোট।
দিরাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোহন চৌধুরী, তিনি চশমা প্রতীকে পেয়েছেন ২৮,৫৯৬ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুল হক উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১০, ৩৩৩ ভোট।
প্রতিদ্বন্দ্বি জায়ফর মিয়া পেয়েছেন (টিয়া পাখি-৭,৯৭৮ ভোট), রুহুল আমীন (তালা-৩,৬৫৪ ভোট), আরিফুজ্জামান চৌধুরী (মাইক-৫,২৬৫ ভোট), সর্দার কামাল হোসেন (টিউবওয়েল-৮,৮২৬ ভোট) ও জুবের আলম (বৈদ্যুতিক বাল্ব-৭,০৬০ ভোট) এমরান হোসেন বই প্রতীকে পেয়েছেন ৫,৩৫৪।
বিশ্বম্ভরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. তাজ্জদ আলী, তিনি মাইক প্রতীকে পেয়েছেন ২২,১৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি দেলোয়ার হোসেন দিলু তালা প্রতীকে পেয়েছেন ১৩,১২৮ ভোট।
তাহিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিয়াজ উদ্দিন খন্দকার, তিনি টিয়া পাখি-প্রতীকে পেয়েছেন ২১,৮৫৩ ভোট। নিকটম প্রতিদ্বন্দ্বি আলমগীর খোকন চশমা প্রতীকে পেয়েছেন ১৬,৫৬০ ভোট।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম, তিনি চশমা প্রতীকে পেয়েছেন ১০,১৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল করিম পালকি প্রতীকে ৯,৫০৬ ভোট ভোট।
ধর্মপাশা উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, বিলাল হোসেন, তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২১,২২৬ ভোট। প্রতিদ্বন্দ্বি মো. কামাল পেয়েছেন (তালা-১৪,৭৮৫ ভোট), এএসএম ওয়াসিম (উড়োজাহাজ-১১,৭৭৩ ভোট), ফারুক আহমেদ (চশমা-৩৩০ ভোট) ও আব্দুল হাই তালুকদার মাইক প্রতীকে ১৮,২২৯ ভোট পেয়েছেন।
ছাতক উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৪,০৫১ ভোট। প্রতিদ্বন্দ্বি শাহীন চৌধুরী পেয়েছেন (টিয়াপাখি-১৭,৫১৫ ভোট), ইজাজুল হক রনি (তালা-৯,১৮৪), আতাউল হক সামি (বই-১৩,৮২০), অ্যাড. মাসুম আহমদ (চশমা-৯,৫৩৭), আব্দুল গফ্ফার (উড়োজাহাজ-৮,৮৬০). শামীম আহমদ (লাঙল-২৪২২), বাবুল রায় (মাইক-৬,৭৫৭ ভোট)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com