1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ-৩ আসনে ভোটের মাঠে শুরুতেই বেকায়দায় পাশা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে ভোটের মাঠে শুরুতেই বেকায়দায় পাশা

  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩১ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়ত কেন্দ্রীয় নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সাথে ভোটের মাঠে থাকছেন না মনোনয়ন প্রত্যাহারকারী ঐক্যফ্রন্টের শক্তিশালী দুই প্রার্থী। এরা হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ ও গণফোরাম নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম। প্রভাবশালী এই দুই রাজনীতিক ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী ছিলেন।
সৈয়দ আলী আহমদ মনোনয়ন প্রত্যাহার শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন,‘দলের ভরাডুবিতে আমি শরিক হতে চাই না। বিএনপি শহীদ জিয়ার সততা ও নৈতিককতার পথ থেকে বিচ্যুত হয়ে স্বার্থ ও লোভ লালসার গহ্বরে পতিত হয়েছে। বিএনপির পুনরুত্থানের জন্য একদিন কাজ করবো। এই আমার দৃঢ় অঙ্গীকার। আমি জিয়ার সৈনিক, শহীদ জিয়ার আদর্শে অটল ও অবিচল থাকবো। আল্লাহ্ বিএনপিকে এই পতন ও পচন থেকে রক্ষা করুন।’ নিজের সমর্থকদের কাকে ভোট দেবার কথা বলবেন, এমন প্রশ্নের জবাবে কর্নেল অব. আলী আহমদ বলেন,‘বিএনপির যেহেতু প্রার্থী নেই তাই ভোটার যার যাকে ইচ্ছা, তাঁকে ভোট দেবে।’
অন্যদিকে সিলেট এমসি কলেজের সাবেক ভিপি, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য গণফোরামে যোগদানকারী যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক নজরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে বললেন,‘শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ জানাবো, সৎ চরিত্রের অধিকারী ভালো মানুষকে তারা যেন ভোট দেন। যাকে ভোট দিলে দেশের জন্য ভালো হবে।’
এই দুই রাজনীতিক-ই জানালেন তাঁরা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। তাদের এমন ঘোষনায় শুরুতেই বেকায়দায় পড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী। এছাড়াও স্হানীয় বিএনপির সাথে থাকা তাঁর দুরত্ব এখনো নিরসন হয়নি।এসব বিষয়ে জানতে শাহীনুর পাশার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com