1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হাওড় রক্ষা বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রথা বাতিলের দাবি হাওরবাসীর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

হাওড় রক্ষা বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রথা বাতিলের দাবি হাওরবাসীর

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ১৫৫ Time View

দিরাই প্রতিনিধি
শুধুই নীতিমালার আলোকে নয়, বাস্তব ভিত্তিক বাঁধ নির্মাণ, ঠিকাদারি প্রথা বাতিল, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন হাওড়বাসী।
বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসন আয়োজিত হাওড়ের ক্ষতিগস্ত বাঁধ নির্মাণ/মেরামত সংক্রান্ত সমস্যা পর্যালোচনা এবং করণীয় সম্পর্কে মতবিনিময় সভায় এমন দাবি জানানো হয়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন লস্কর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র উপ-সহকারী প্রকৌশলী অমিতাব চৌধুুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, মুজিবুর রহমান, শাহজাহন কাজী, রতন কুমার তালুকদার, আব্দুল কুদ্দুস,
রেজুয়ান খান, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ ইদ্রিস আহমদ, ইউপি সদস্য শফিকুর রহমান চৌধুুরী, দুলাল মিয়া, শেখ ফরিদ, লাল মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১০ বছর আগে এসি রুমে বসে প্রদত্ত নীতিমালা দিয়ে বাঁধ নির্মাণ করলে হবে না। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধি ও হাওড় পাড়ের লোক দিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকল্প গ্রহণ করে কাজ করতে হবে। ঠিকাদারি প্রথা বাতিল ও উপজেলা পর্যায়ে পাউবোর কর্মকর্তাদের নিয়মিত অফিস করার দাবি জানিয়ে তারা বলেন, পাউবোর অসাধু কর্মকর্তাদের অনৈতিক সুবিধার্থে বরাদ্দের সিংহভাগ টাকা অপ্রয়োজনীয় জায়গায় বরাদ্দ দিয়ে হাতিয়ে নেয়া হয়। আপদকালীন সময়ে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না। এলাকার সব চাইতে ঝুঁকিপূর্ণ বাঁধগুলোকে স্থায়ী সমাধানের আওতায় এনে, সবগুলো স্লুইচগেইট চালু করার দাবি জানানো হয় সভায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com