1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আইনি জটিলতায় জগন্নাথপুরে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত না হলেও সোমবার সারা দেশের ৩৭৭ উপজেলায় নির্বাচন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

আইনি জটিলতায় জগন্নাথপুরে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত না হলেও সোমবার সারা দেশের ৩৭৭ উপজেলায় নির্বাচন

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৩৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আইনি জটিলতার কারণে জগন্নাথপুরে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত না হলেও সোমবার সারা দেশের ৩৭৭ উপজেলায় প্রায় দেড় হাজার প্রাথী সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। সকাল ৮ থেকে বিকাল ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। রোববার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে আইনি জটিলতা অব্যাহত থাকায় এ উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের মেয়াদকাল নিধারণ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় কমিশন এ উপজেলার সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন স্থগিত রাখে। দেশব্যাপী সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গনমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করার লক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী মালামাল প্রতিটি জেলায় পৌঁছে গেছে।
তিনি জানান, নির্বাচন কমিশন থেকে এ নির্বাচন মনিটরিং করা হবে। এ জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। কোথাও সমস্যা দেখা দিলে ইসি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
এদিকে শুক্রবার রাত থেকে প্রচার কাজ শেষ হবার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
তবে ৩৫২ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ফলে ৯৩ উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ১৩ মে ৪৭৮ উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে তফসিল ঘোষণা করে ইসি। সীমানা ক্রটির কারণে সাত উপজেলায় নির্বাচন স্থগিত হয়।
বাকি ৩৭৭ উপজেলায় সোমবার ভোট গ্রহণ করা হবে। ১ হাজার ২৪৫ টি আসনে মোট প্রার্থী ২ হাজার ৫৩৬ জন। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৬৮।
তবে একটি সূত্র জানায় অধিকাংশ উপজেলাতেই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা কম। যারা নির্বাচিত হবেন তারা মাত্র ৮ মাস দায়িত্ব পালন করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com