1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আনন্দে মাতোয়ারা ছিটমহলবাসী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

আনন্দে মাতোয়ারা ছিটমহলবাসী

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৪৪২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভারতীয় মন্ত্রিসভা বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের সংবিধান সংশোধন প্রস্তাবে সায় দেওয়ায় আনন্দে মেতে উঠেছে পঞ্চগড়ে অবস্থিত ছিটমহলগুলোর বাসিন্দারা।মঙ্গলবার দুপুরে খবরটি শোনার পরপরই তারা মিষ্টি বিতরণ করে।
স্থানীয়রা জানান, দুপুরে টেলিভিশন চ্যানেলগুলোতে এ খবর প্রচারের পর ছিটমহলের বাসিন্দারা আনন্দে মেতে ওঠে। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে ও কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে।পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত ভারতীয় পুটিমারী ছিটমহলে দুপুরে গিয়ে দেখা যায়, কাজকর্ম ফেলে নানা বয়সী নারী-পুরুষ পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ছিটমহল অফিসের সামনে জড়ো হয়।একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মহাসড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনকেও তারা মিষ্টি খাওয়ায়।এ সময় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলা সভাপতি মফিজার রহমান, পুটিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মফিজার রহমান বলেন, “একটি দেশের নাগরিকত্বের পরিচয় পাবার অধিকার অর্জনে আমরা কয়েক যুগ ধরে অনিশ্চিত ও অমানবিক জীবনযাপন করছি। এ অনিশ্চয়তা কাটিয়ে ওঠার সম্ভাবনায় সবাই আনন্দ-উল্লাসে মেতে উঠেছে।”
পঞ্চগড়ে অবস্থিত ৩৬টি ছিটমহলেই এমন আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে বলে জানান তিনি।গারাতি ছিটমহলের বৃদ্ধ কেরামত আলী (৭০) আবেগজজড়িত কণ্ঠে বলেন, “বাংলাদেশের নাগরিক হয়ে মৃত্যুবরণ করলে আমার আর কোনো দুঃখ-কষ্ট থাকবে না। অন্তত কেউ তো বলতে পারবে না ওর কোন দেশ নাই।”
শালবাড়ি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “আমরা যেন নতুন জীবন পাচ্ছি। দীর্ঘদিনের কষ্ট-লাঞ্ছনার বোধ হয় এবার অবসান ঘটতে যাচ্ছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com