1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আমরা দেশকে স্বনির্ভর হিসেবে গড়তে চাই: প্রতিমন্ত্রী এমএ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

আমরা দেশকে স্বনির্ভর হিসেবে গড়তে চাই: প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৩১৯ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে। শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুৎ-যোগাযোগ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ^াস করেন। তাই আমরা মসজিদ, মন্দির, মাদ্রাসা নির্মাণ করেছি। আপনারা স্বাক্ষী আমরা ১০ বছরে কি উন্নয়ন করেছি, আপনারাই বিচার বিবেচনা করবেন। আমরা দেশকে স্বনির্ভর হিসাবে গড়তে চাই।’
তিনি বলেন, ‘আমাদের সুনামগঞ্জ জেলায় কি আগে এতো উন্নয়ন হয়েছিলো? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় এখন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, নার্সিং ইন্সটিটিউট, বিশ^বিদ্যালয় স্থাপনের কাজ চলছে। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
বুধবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা আন্ত:ইউনিয়ন কাবাডি এবং স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে সাঁতার/দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফি উল্লা’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ, উপজেলা সহকারী কমিশসার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম।
সভায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী রুবায়েত জামান, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, কৃষকলীগ নেতা ফয়জুর রহমান সহ প্রমুখ।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান স্থানীয় কৃষকদের মাঝে ২টি কাম্বাইন্ড হারভেস্টার (ধান কাটার যন্ত্র) ভর্তুকী মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকায় বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com