1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
একাত্তরের স্মৃতি শ্রীরামসিতে নারকীয় হত্যা যজ্ঞ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

একাত্তরের স্মৃতি শ্রীরামসিতে নারকীয় হত্যা যজ্ঞ

  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ৩৩২ Time View

মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে ১৯৭১ সালের ৩১ আগস্ট দেশীয় রাজাকার ও পাকসেনাদের নারকীয় হত্যা যজ্ঞের কথা দেশবাসী আজও ভুলেনি। ১৯৮৬ সালে ৩১ আগস্ট সর্বপ্রথম শ্রীরামসিতে আঞ্চলিক শহীদ দিবস পালন করা হয়। আমি পাকসেনাদের হাতে নিহত বিশিষ্ট শিক্ষাবিদ সাদ উদ্দিন মাস্টার সাহেবের পুত্র এমসি কলেজে অধ্যায়নরত মিসবাহ উদ্দিন ও শওকত আলী, সৈয়দ ছৈয়দ আলী, আকছার আহমদ দিবসটি পালন উপলক্ষে শ্রীরামসিতে পৌছি। এব্যাপারে গ্রামের বিভিন্ন জনকে অনুষ্ঠানে আসার জন্য বললে অনেকেই বলেন, তালিব হোসেন পাকিস্তানী পতাকা পুড়িয়ে বাংলাদেশের পতাকা শ্রীরামসি হাই স্কুলে উড়ানোর কারণেই পাকসেনা ও দেশীয় দোসররা নারকীয় হত্যাকান্ড ঘটিয়েছে। আমাকে উদ্দেশ্য করে অনেকেই বলেন, স্বাধীনতার ১৫ বছর পরে অযথা ঘাটাঘাটি করছো কেন? এমন কি স্মরণ সভার সভাপতির জন্যও একজন লোকও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঐ সময় আলাপ চারিতায় গ্রামের আব্দাল মিয়ার সঙ্গে আমার পরিচয় হয়। তখন তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ শফিকুল হক চৌধুরী বাচ্চু ভাইর (চার নম্বর সেক্টরের সুইসাইড স্কয়োড সদস্য দাস পাটির সেকেন্ডইন কমান্ড) চাচাতো ভাই হিসাবে আপনাকে বলতে পারি অবশ্যই আপনি স্মরণ সভা করবেন আমি এতে সভাপতিত্ব করবো। আমার নেতৃত্বে ১৯৮৬ সালে সর্ব প্রথম মশাজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদের স্মরণে সর্ব প্রথম অনুষ্ঠান করা হয়। পরবর্তীতে শহীদ স্মৃতি সংসদের মাধ্যমে প্রতি বছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়। স্বাধীনতার ৪৫ বছর পরেও শ্রীরামসি গণহত্যার স্মৃতি স্মারক সরকারী ভাবে এখনো সংরক্ষণ করা হয়নি। তাই এবার মহাজোট সরকারের শাসনমলে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার স্থানগুলো সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সে প্রকল্পে শ্রীরামসির গণহত্যা ও রাণীগঞ্জ বাজারে গণহত্যার বিষয়টি স্থান পাবে। এবার ৪৫তম শ্রীরামসি গণহত্যা দিবসে যারা ঐ হত্যাকান্ডে জড়িত ছিল সেইসব দোসরদের যুদ্ধাপরাধীদের বিচার করা হোক। বাঙালির জীবনে ভয়াল একাত্তর। ভোরের আঁধার ভেঙ্গে উষার আকাশে আলো ফুটে ওঠার আগেই বাঙালির রাজনৈতিক আকাংখাকে উপড়ে ফেলার নিরস মানসে ঝাঁপিয়ে পড়ে পাক বাহিনী নিরীহ মানুষের উপর। আলোর উদ্ভাসনে আড়মোড়া ভেঙে জেগে ওঠে রাতের পৃথিবী, জেলে ওঠে মানুষও মুক্তির অগ্নিমন্ত্রে বলীয়ান হয়ে। কৃষকের কাঁধে লাঙ্গলের বদলে ওঠে আসে বল্লম, শ্রমিকের হাতে শাবল, ছাত্ররা হয় মিছিল মুখরিত দালালরা আসে পাকিস্তানের পক্ষে মিছিল মিটিং আর শান্তি কমিটি করতে খাদিমপুরের রাজাকার জনু এদলটির নেতৃত্ব দেয়। মানুষের রুদ্র রোষে তীব্র প্রতিরোধের মুখে রাজাকাররা প্রাণ নিয়ে পালিয়ে রক্ষা পায়। ১৪ আগস্ট প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ তালিব হোসেন, এখলাছুর রহমান প্রমুখ ব্যক্তিদের নেতৃত্বে পাকিস্তানের চাঁদ তারা মার্কা পতাকা নামিয়ে আগুনে অঙ্গার করা হয়, কাদায় পায়ে দলিত মুঠিত করে, গগণ বিদারী জয় বাংলা ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে স্কুল আঙ্গিনায় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। শ্রীরামসির তরুণ যুবকরা সীমান্তের অপারে ঘিয়ে ট্রেনিং নিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেয়। মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট আবুল বাশার, জমির উদ্দন, ইলিয়াছ আলী ছিলেন সম্মুখ সমরের সক্রিয় যোদ্ধা। আহ্বাবুর রহমান চন্দন সহ আরো অনেকে ট্রেনিংয়ের জন্য সীমান্তের অপারে যান আবার কেউ কেউ ছিলেন সীমান্তে ডিঙাবার মোক্ষম সময়ের অধীর অপেক্ষায়। সমস্ত বাংলাদেশ জুড়ে গেরিলা যুদ্ধ চলছে, বাংলার দামাল ছেলেরা বীর বিক্রমে এগিয়ে আসছে। এই সব তৃপ্ত সংবাদ শ্রীরামসিবাসি উদ্দীপ্ত। ত্রিশ আগস্টের মধ্যরাত পেরিয়ে যায়। শ্রীরামসির গণমানুষের জন্য অপেক্ষায় রয় এক ভয়াল বিভিষিকাময় ভোর। রাজাকার আর পাকিস্তানী পতাকা অবমাননার প্রতিশোধ স্পৃহায় ফুঁসছে পাকআর্মী আর এদেশীয় দালালরা। ভাসান বর্ষার থৈ থৈ জল মাড়িয়ে ৩১ আগস্ট সকাল ১০টায় ক্যাপ্টেন বাশারাতের নেতৃত্বে শ্রীরামসিতে আসে পাকআর্মী। তারা প্রতারণার আশ্রয় নিয়ে পাড়ায় পাড়ায় ঘোষণা প্রচার করে, যুদ্ধ কালিন সময়ে শান্তির জন্য তারা শান্তি কমিটি করতে চায়। সুতরাং সকলকে নির্দিষ্ট সময়ের ভেতরে শ্রীরামসির উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। অন্যথায় মেশিন গানের গুলিতে শ্রীরামসির মানুষের বুক ঝাঝঁরা করে দেয়া হবে। দ্রোহের আগুনে পোড় খাওয়া মানুষ স্ট্যটেজিক পশ্চাদপসরণের সিদ্ধান্ত নেয়। শান্তি কমিটি গঠনের জন্য সাধারণ মানুষকে গণহত্যার হাত থেকে রক্ষার জন্য তারা শ্রীরামসি বাজারে গিয়ে হাজির হন। নেতৃস্থানীয়দের সাথে বেশির ভাগই ছিলেন সাধারণ শান্তিপ্রিয় মানুষ। কিন্তু সহসাই সকলকে অবাক করে দিয়ে অস্ত্রের মুখে একে একে সবাইকে পিছমোড়া করে বাঁধতে শুরু করে। পিনপতন নিরবতার মধ্যে মৃত্যুর জন্য প্রস্তুত হবার নির্দেশ দিয়ে সকলকে কলিমা পাঠ করানো হয়। হত বিহবল অসহায় মানুষের মধ্য থেকে মৌলভী জনাব জিল্লুল হক মসজিদে বাতি জ্বালাবার দোহাই দিয়ে মুরব্বিদের ছেড়ে দেবার জন্য করজোড়ে মিনতি জানান।
ধর্মের প্রজ্ঞাধারী হস্তারকরা এ বাণীর গুরুত্ব অনুধাবন করে সত্যিই ২০/২৫ জনকে ছেড়ে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে গ্রাম ত্যাগের নির্দেশ জারি করে। কিন্তু হবিবপুরের রাজাকার সদ্য প্রয়াত এ আলী (পরবর্তীতে নাম পরির্বতন করে এ কে এম অমর নাম ধারণ করেন) ও একই এলাকার লুদর পুর গ্রামের ইছহাক আহমদ ১৯৭১ এ মুক্তিযুদ্ধ চলাকালে শ্রীরামসী এবং সৈয়দপুর গ্রামের সিরাজ খার সাথে আরও বেশ কয়েকজন রাজাকার পাকিস্তানী বাহিনীর সাথে মিলে প্রায় শতাধিক গ্রাবাসীকে হাত বেধে ফায়ার করে হত্যা করে।
দেশীয় রাজাকাররা সকলকে হত্যাকরার জোর দাবি জানাতে থাকে। অতঃপর হত্যার জন্য তৈরী প্রথম দলাটিকে নৌকায় করে রসূলপুরের দিকে রওয়ানা দেয়। নিশ্চিত মৃত্যুপথযাত্রী মুক্তি পাগল বাঙালির ক্ষুদ্র এ প্রতিনিধি দলটি বিদ্রোহী হয়ে ওঠে। তারা নৌকা ডুবিয়ে দেয়ার আগ্রাণ চেষ্টা চালায়। কিন্তু তাদের জীবন যে বাঁধা পড়ে গেছে মৃত্যুও পাষাণ দুয়ারে। ক্ষীণ কষ্ঠে বাংলার জয় কামনার আর্ত ধ্বনি প্রতিধ্বনি হয়ে লোকালয় কাঁপিয়ে তুলে মধ্য আকাশের সূর্য্য থমকে দাঁড়ায়, উত্তাপ ছড়ায় অবাক বিষ্ময়ে এ জনপদে। হয়ত বিধাতাও তাঁর সৃষ্টির নির্মমতায় বিষন্ন দৃষ্টিতে থাকিয়ে ছিলেন। শ্রীরামসির বক্ষ বিদীর্ন হলো প্রচন্ড শব্দের তান্ডবে। অতঃপর খানিক নিস্তব্ধতা। এবার দ্বিতীয় দলটিকে সতর্ক প্রহরার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো কয়েকটি নৌকা যোগে একই পাড়ার ভিন্ন এক স্থানে। রহিম উল্লা সাহেবের খোলা পুকুরের পাড়ে এ-এর কিছু কম মানুষকে সারিবদ্ধ ভাবে দাড় করানো হয়। একের সাথে অন্য কঠিন বাঁধনে আবদ্ধ। তারপর নিঃস্তব্ধ নিরবতাকে খান খান করে দীর্ঘক্ষন যাবত চলতে থাকে মেশিনগানের আতংকিত উচ্চারণ। সারির সর্ব প্রথম ব্যক্তি শ্রীরামসি হাইস্কুলের মৌলনা শিক্ষক আব্দুল হাইয়ের সুতীব্র ‘আল্লাহু আকবর’ ধ্বনি যেন সকল অসহায় আত্মার করুণ বিদায়ের বারতা ঘোষণা করে। পানি আর বাঁচার আতচিৎকারে বিশাল জনবসতির প্রতিটি পরতে পরতে হাহাকার ধ্বনি ওঠো। রক্তের লাল রং সূর্যের রক্তিম আভাকে ম্লান করে দেয় মুহুর্ষু মানুষের সকাতর গোঙানি উপেক্ষা করে আরো কঠোর নির্মমতায় বুকের পাঁজরায় বিদ্ধ করে পিশাচর, বিষাক্ত বেয়নেট। তিন দিনের জন্য কারফিউ জারি করে ফিরে আসার প্রত্যুষে রাজাকার আর পাক হানাদাররা শ্রীরামসি ত্যাগ করে। যাবার আগে পেট্রোল ঢেলে শ্রীরামসি বাজার জ্বালিয়ে দিয়ে যায়। মৌন নিথর নিস্তব্ধতার অন্ধকার মায়াপুরিতে পরিণত হয় শ্রীরামসি। ঘন তিমির রাতের ভয়ার্ত গোঙানি আর অসহায় মুমূর্ষ মানুষের আর্ত গোঙানিতে বিশ্ব প্রকৃতি নিবিঢ় নিরবতায় দ্রুত ভোরের প্রতিক্ষায় অধীর হয়। ভয় মানুষকে প্রিয়জনের বিদায় সন্ধ্যায় সামিল হতে দেয়নি। পরদিন আবার আর্মী আসে এবং জনমানবহীন গ্রামের অনেক বাড়ীতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। অনেক জবানিতে, দ্বিতীয় ইন্ডিয়ান পতন ঘটেছে ভেবে তারা চলে যায়। গ্রামবাসির নাগালের ভেতরে তাদের প্রিয় মুখগুলি পচে গলে কুকুর শিয়ালের খাবারে প্ররিণত হয়। তাই সকল শহীদের নাম স্মৃতি মূর্ত মিনারে লিপিবদ্ধ করে রাখা হয়ে উঠেনি। শুধুই শ্রীরামসির মানুষ ছিল না। বাজারের নিকটবর্তী গ্রাম সমূহের অনেক মানুষজন এবং আত্মীয় স্বজনও ছিলেন। মুক্তি বাহিনী ও ভারতীয় ঐক্যবদ্ধ আক্রমণে পাকিস্তান বাহিনী কুকুরের লেজ গুটিয়ে পলায়ন করে। বাঙালীর বিজয় পতাকা বিশ্বের দরবারে স্বকীয় মহিমায় ভাস্বর হয়। তখনো শ্রীরামসির বাতাসে লাশের উৎকট গন্ধ। ছড়িয়ে ছিটিয়ে থাকা নরকঙ্কাল সমূহ কুড়িয়ে দীঘির পাড় পাড়ার কবরস্থানে গণকবর দেয়া হয়। মুক্তিযুদ্ধের পরে শ্রীরামসির মানুষেরা শুধু কয়েকটি আবেগ আশ্রয়ী সিদ্ধান্ত নেয় মাত্র। তারা শহীদের স্মৃতিকে গণমানুষের হৃদয়ে চির অনির্বাণ রাখার দৃপ্ত শপথে শ্রারামসির নামকরণ করেন ‘শহীদ নগর’। তারাও দীর্ঘপরের কালের পাহারা রূপে শ্রীরামসিতে প্রতিষ্ঠিত হয় ‘শহীদ মিনার’, ‘স্মৃতি সৌধ’ যার বুক চিরে উৎকীর্ণ আছে পরিচয় জানা শহীদদের কয়েকটি নামঃ-
শিক্ষাবিদ মোঃ ছাদ উদ্দিন (মাষ্টার) (২) মোঃ আব্দুল হাই (৩) নজির মিয়া (৪) আব্দুল মজিদ (৫) আলা মিয়া (৬) সুসুন মিয়া (৭) সমছু মিয়া (গেদু) (৮) ওয়ারিছ আলী (৯) ছোয়াব উল্লা (১০) আব্দুল লতিফ (১১) রইছ উল্লা (১২) আব্দুল জলিল (১৩) মানিক মিয়া (১৪) তবির মিয়া (১৫) মরম আলী (১৬) মন্তাজ আলী (১৭) এখলছুর রহমান (১৮) রফু মিয়া (১৯) ছামির আলী (২০) রুছমত আলী (২১) আছাব মিয়া (২২) তৈয়ব আলী (২৩) রোয়াব আলী (২৪) তফজ্জল আলী (২৫) মছদ্দর আলী (২৬) মুক্তার মিয়া (২৭) ফিরোজ মিয়া (২৮) আব্দুল হান্নান (২৯) জহুর আলী (৩০) শুধাংশু (টেইলার) (৩৪) শিক্ষক মডেল প্রাইমারী স্কুল (৩৫) দোকান সহকারী (৩৬) সৈয়দ জহির উদ্দিন শ্রীরামসি পোস্ট অফিস (৩৭) সত্যেন্দ্র চক্রবর্তী (৩৮) মোঃ ইয়াহিয়া (সহঃতহশীলদার)। আর সব নাম আর নামের মানুষগুলোর চিরবাসনার সমাধি রচিত হয়ে গেছে সেই কবে মহাকালের গর্ভে। এই ক্ষমাহীন ব্যর্থতা শ্রীরামসি মানুষকে আজও তাড়া করে। বুলেটের নির্মমতার সাক্ষী হয়ে আজো যারা আমাদেও মাঝে বেঁচে আছেন তারা হচ্ছেন- হাজী আলকাছ মিয়া, জোয়াহীর চৌধুরী, আমজাদ আলী, হুসিয়ার আলী, দবির মিয়া ও ছফিল উদ্দিন। বাংলার স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেইসব শহীদের সংগে শ্রীরামসি শহীদদের রক্ত বাংলার লাল সূর্যে পতাকায় মিশে আছে।
বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একে একে যোদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন হচ্ছে, যার ফলে জাতি আজ বিশ্বের দরবারে কলঙ্ক মুক্ত হচ্ছে। আমার প্রস্তাবনা দেশের উপজেলা পর্যায়েও যারা স্বাধীনতা যোদ্ধ চলাকালীন সময়ে পাকসেনাদের দালালী করেছিল তাদেরও যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে জাতি আরো এক ধাপ এগিয়ে যাবে। শ্রীরামসী ও রানীগঞ্জ বাজার গণহত্যা রাষ্ট্রীয় স্বীকৃতি সময়ের দাবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com