1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এসএসসির জন্য একমাস কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

এসএসসির জন্য একমাস কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

  • Update Time : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৪২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: এসএসসির পরীক্ষার জন্য আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বত্র গোয়েন্দা নজরদারি চলছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে মন্ত্রী এসব কথা জানান। আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দীপু মনি বলেন, ‘এসএসসি পরীক্ষা ‍উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নপত্র ফাঁস কঠোর হস্তে দমন করা হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।’ জঙ্গি দমনের মত করেই প্রশ্নপত্র ফাঁস রোধ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্ত্রী জানান, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষায় মোট ২৫,৭৩,৮৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র একটি বিশেষ খামের ভিতরে থাকবে। পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগে কেউ সেটা খোলা যাবে না।

সভায় শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com