1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কলেজে বসেই শিক্ষকের মদ পান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

কলেজে বসেই শিক্ষকের মদ পান

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ২৩৩ Time View

দিরাই প্রতিনিধি
দিরাই ডিগ্রী কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক সন্দিপন চন্দ্র দাস ও হিসাব রক্ষক ভানু রঞ্জন দাস কলেজের অফিস কক্ষে মদ্যপ অবস্থায় কলেজ ছাত্রদের হাতে আটকের খবর পাওয়া গেছে। এ খবর পৌর সদরে জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
শনিবার বিকাল সাড়ে ৪টায় ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র উজ্জল চৌধুরী, রাজীব রায়, আব্দুল করিম গোপন সংবাদ পেয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখতে পান কলেজের ইংরেজী প্রভাষক সন্দিপন চন্দ্র দাস ও হিসাব রক্ষক ভানু রঞ্জন দাস কলেজের অফিস কক্ষে মদ পান করছেন। বিষয়টি তাৎক্ষণিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমান চন্দ্র চৌধুরী, প্রভাষক শোয়েব হাসান, মোহাম্মদ ফখর চৌধুরী ও পরিচালনা কমিটির সদস্য অ্যাড. সোহেল আহমদকে ফোনে জানান তারা।
খবর পেয়ে সাথে সাথে প্রিন্সিপালসহ প্রভাষকরা কলেজে আসেন। এরই মধ্যে প্রভাষক সন্দিপন চন্দ্র দাস ও হিসাব রক্ষক ভানু রঞ্জন দাস কলেজের পেছন দিয়ে পালিয়ে যান। কলেজ ছাত্র উজ্জল চৌধূরী, রাজীব রায় ও আব্দুল করিম জানান, আমরা কিছুদিন ধরেই শুনতে পাচ্ছি ইংরেজীর স্যার ও অফিস সহকারী ভানু বাবু কলেজ ছুটির পর কলেজে বসেই মদ পান করেন। বিকাল চারটার দিকে কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী সজল দাস আমাদেরকে ফোন করে বলে সন্দিপন স্যার মদের বোতল নিয়ে কলেজের অফিস কক্ষে এসেছেন। সাথে সাথে আমরা কলেজে এসে অফিস কক্ষের কলাপসিবল গেট বন্ধ পাই ডাকাডাকি করলে অফিস সহকারী কাম হিসাব রক্ষক ভানু বাবু মদ্যপ অবস্থায় বেরিয়ে এসে আমরা এখানে কেন এসেছি বলে ধমকাতে থাকেন, এক পর্যায়ে আমরা ভেতরে প্রবেশ করে স্যারকে মদের বোতলসহ পাই। তাৎক্ষনিক বিষয়টি প্রিন্সিপাল স্যারসহ অন্যদের জানাই।
কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিমান চন্দ্র দাস চৌধুরী বলেন, খবর পেয়ে কলেজের প্রভাসক শোয়েব হাসান, ফখর চৌধুরীসহ কয়েকজন কলেজে আসি, আমরা আসার আগেই তারা পালিয়ে যান। আগামীকাল সবাই বসে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রভাষক সন্দিপন দাস মদপানের কথা অস্বীকার করে বলেন,‘আমি পরীক্ষা কমিটির সদস্য। তাই একটি কাজে বিকালে কলেজে গিয়েছিলাম, আসার সময় কিছু ছাত্রর সাথে দেখা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com