1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কুলঞ্জ ইউপি চেয়ারম্যান ও সাবেক মেম্বারের অভিমত “দিরাইয়ে ডাকাত দলের ১২ সদস্য গ্রেফতার”সংবাদটি একেবারেই গুজব - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

কুলঞ্জ ইউপি চেয়ারম্যান ও সাবেক মেম্বারের অভিমত “দিরাইয়ে ডাকাত দলের ১২ সদস্য গ্রেফতার”সংবাদটি একেবারেই গুজব

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ২৬০ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : দিরাইয়ে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেফতার এলাকায় স্বস্তি”নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার ও একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কবি আবুবক্কর মোঃ সাগর। প্রকাশিত সংবাদটিতে উল্লেখ করা হয়,“ উপজেলার উত্তর সুরিয়ারপাড় গ্রামের আমির উদ্দিন মেম্বারের বাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে রাখে। পরে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার দিরাই থানার ওসিকে খবর দিলে থানা পুলিশ বুধবার রাতে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটককৃতদেরকে থানায় নিয়ে আসে”। বিষয়টিকে একবারেই গুজব,উদ্দেশ্যমূলক ও নিছক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উল্লেখ করে উত্তর সুরিয়ারপাড় গ্রামের সাবেক মেম্বার কবি আবুবক্কর মোঃ সাগর বলেন,আমার পিতা আলতা মিয়ার খুনের মামলার আসামী সাবেক মেম্বার আমির উদ্দিন নিজেই একজন ডাকাত এবং ডাকাত মালেক বাহিনীর গডফাদার। এক দলের ডাকাতরা কখনও অন্য ডাকাত দলের বাড়ী ডাকাতি করেনা। প্রকৃত ঘটনা হচ্ছে পিতা ও চাচাতো ভাই নুরুল হকের ন্যায় আমাকেও খুন করার লক্ষ্যে আমির উদ্দিন ও আমার চাচাতো ভাই নুরুল হক খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল অদুদের পুত্র বর্তমান মেম্বার বিএনপির কর্মী আঙ্গুর মিয়া তাদের বাহিনী নিয়ে গত ১৬ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় আকিলশাহ বাজার থেকে বাড়ী ফেরার পথে আমাকে খুন করার লক্ষ্যে বন্দুকের গুলি ও রামদায়ের কোপে গুরুতর আহত করে। এ ঘটনায় ইউপি সদস্য আঙ্গুর মিয়া, সাহেব আলীর পুত্র আব্দুল মালিক প্রকাশিত ডাকাত মালেক,আব্দুল অদুদ এর পুত্র রুহেল ও জাহাঙ্গীর,মৃত রহমান উল্লাহর পুত্র আমির উদ্দিনগংদেরকে আসামী করে দিরাই থানায় মামলা নং ৭ (জিআর ১৩৩/২০১৬) তাং ১৮/৮/২০১৬ইং ধারা ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৫০৬/৩৪ দ: বি: দায়ের করে আমার পুত্র হাফেজ বদরুল ইসলাম হামজা। এই আক্রোশে আমির উদ্দিন বাহিনী আমার আত্মীয় স্বজনদেরকে গ্রামছাড়া করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমি এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় আমার অবর্তমানে আমির উদ্দিন বাহিনী দিনে ও রাতের বেলা প্রকাশ্য দিবালোকে আমার বসত বাড়ি ও আমার বোনের বাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রের দাপট প্রদর্শন করে। এ অবস্থায় ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় সিলেট হতে আত্মীয় স্বজনরা আমার অসহায় মা ও বোনকে দেখতে বাড়ীতে আসলে প্রতিপক্ষ আমির উদ্দিন বাহিনী আমার ভগ্নিপতি হাজী সমসর উল্লাহর বাড়ীতে তার ৬জন আত্মীয় স্বজনকে বিল্ডিং ঘরের বাইরের গ্রীলে তালাবদ্ধ করে জিম্মি অবস্থায় চতুর্দিক থেকে আটক করে রেখে দিরাই উপজেলার সুজানগর নিবাসী মৃত খাদিম উল্লাহর পুত্র ও ২০ দলীয় ঐক্যজোটের সদস্যসচিব ইসলামী ছাত্রশিবির নেতা মুহাম্মদ ইমরান হোসাইন ও তার ভাই শিবির নেতা আবুল হোসাইন এবং আমার পিতার খুনের মামলার আসামী ইরশাদ আলীর পুত্র আব্দুস সালম ওরফে সন্ত্রাসী ঘাড়ব্যাকা সালামের মাধ্যমে থানা পুলিশে খবর দেয়। দিরাই থানা এসআই মোঃ হুমায়ূন কবীর,এসআই শাহ আলম ভূইয়া,এসআই মোঃ শামছুল হক খান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে প্রতিপক্ষীয় আমির উদ্দিন বাহিনীর হাতে জিম্মি অবস্থায় ৬ জন অতিথিসহ আমার পুত্র হাফেজ বদরুল ইসলাম হামজা,আমার ভাগ্না শাহিনূর শিপন,শালা আশিকুল,ভাতিজা রুবেলসহ ১২ জন নিরপরাধ লোকজনকে উদ্ধার করে আনেন। কিন্তু থানায় আনার পর তাদেরকে ছেড়ে না দিয়ে উল্টো তাদেরকে দ্রুত বিচার মামলায় ফাসানো হয়। এ ঘটনায় প্রমাণ হয় আমার পরিবার ও আমার বাড়ীতে আগত মেহমানরা প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলার পাশাপাশি পুলিশী জুলুমের শিকার। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার বলেন,আমি এই ঘটনার ব্যাপারে ওসি সাহেবকে কোন কল করিনি। বরং আমাকে ওসি সাহেব নিজেই কল করেছেন। তিনি বলেছেন,আমার ইউনিয়নের সুরিয়ারপাড় গ্রামে ডাকাত দল এসেছে। আমি তাকে বলেছি কিসের ডাকাত এই গ্রামে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সরজমিনে গিয়ে আসল ঘটনার খবর নিন। এই ঘটনার ব্যাপারে সাংবাদিক পরিচয়ে ইমরান হোসাইন নামে আরেক ব্যক্তিও আমাকে কল করেছেন। আমি তাকে সাফ জানিয়ে দিয়েছি আমার নাম দিয়ে ফেইসবুক অনলাইন বা কোন পত্রিকায় কাউকে ডাকাত বানিয়ে বিবৃতি দেবেননা। এরপর শুনি তারা আমার নাম দিয়ে আবুবক্করের বোনের বাড়ীতে আগত মেহমানদেরকে ডাকাত সাজিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন রিপোর্ট করে আমাকে ব্ল্যাকমেইল করেছেন। বাস্তবে আমি এই ঘটনার ব্যাপারে কোন পক্ষে কোন লিখিত বা মৌখিক বিবৃতি দেইনি। এদিকে পুলিশের দায়ের করা হয়রানীমূলক মামলার পাশাপাশি,দিরাই উপজেলার সুজানগর নিবাসী মৃত খাদিম উল্লাহর পুত্র ও ২০ দলীয় ঐক্যজোটের সদস্যসচিব ইসলামী ছাত্রশিবির নেতা মুহাম্মদ ইমরান হোসাইন ও তার ভাই শিবির নেতা আবুল হোসাইন তাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করছে উল্লেখ করে আবুবক্কর সাগর আরো বলেন,আমার বাবার খুনী আমির উদ্দিনের আত্মীয় ইমরান হোসাইন মিথ্যা সংবাদ পরিবেশনের পাশাপাশি দালালীর আশ্রয়ে আমার বিরুদ্ধে বারবার হামলা মামলার ষড়যন্ত্র করছে। আমার গ্রামে এসে সে তার দলবলসহ প্রায়ই আমির উদ্দিনের বাড়ীতে অবস্থান করে পুলিশের অভিযান থেকে আত্মরক্ষা কল্পে আত্মগোপন করে থাকে। ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী দানের ঘটনায় উক্ত ইমরান হোসাইনের বিরুদ্ধে দিরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান দিরাই থানায় জিডি দায়ের করেন। ইমরানের ভাই আবুল হোসাইনকে পুলিশই আটক করে রাষ্ট্রদ্রোহী মামলায় জেলহাজতে প্রেরণ করেছে। অথচ পুলিশ তাদের স্বার্থেই আমার বোনের বাড়িতে আগত অতিথিদেরকে জিম্মি করার ঘটনায় মামলা না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা নিয়েছে। এরা আমার বোনের বাড়ীতে আগত ৬জন আত্মীয় যাদের অধিকাংশরাই কিশোর এবং আমার নিরপরাধ ছেলে ভাতিজা ও ভাগ্নাকে ডাকাত সাজিয়ে তাদের অনলাইন ওয়েব পোর্টালে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। অতিথিরা সিলেট থেকে সকাল ১০টায় আমার বোনের বাড়ীতে আসে। তাদের উদ্দেশ্য যদি ডাকাতি হতো তাহলে দিনের বেলা কেন ? তারা আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসবে। আবুবক্করের বিধবা মাতা অসহায় ললিতা বেগম একাধিক মামলার আসামী সন্ত্রাসী আমির উদ্দিন ও তার বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে আসল রহস্য উদঘাটনেরও দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com