1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কেমন ইমাম চাই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

কেমন ইমাম চাই

  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫৫৫ Time View

সমাজের সন্ত্রাস, জুলুম-অত্যাচার দূর করার জন্য ইমামদের দাঁড়িয়ে যাওয়া উচিত এবং মুসল্লিদের নিয়ে ওইসব সন্ত্রাসী কাণ্ড এবং ক্ষয়ক্ষতি থেকে সমাজকে বাঁচাতে পরিকল্পনা গ্রহণ করা উচিত।

আর সমাজ সংস্কারে বা মেরামতে প্রথম পরিকল্পনা কী তা-ও আল্লাহতায়ালা কোরআনে বলে দিয়েছেন, যেমন, পুত্র ইসমাইল (আ.) পিতা ইবরাহিম (আ.)-এর সঙ্গে আল্লাহর কাছে সমাজ সংস্কারে বা মেরামতের দোয়া করেছিলেন, বলেছিলেন, হে আমাদের প্রতিপালক! আপনি তাদের মধ্য থেকেই তাদের কাছে এমন একজন রাসূল পাঠান যিনি তাদের কাছে আপনার আয়াতগুলো তেলাওয়াত করবেন, তাদের কিতাব (কোরআন) ও হেকমত (হুকুম-আহকাম) শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন। (সূরা বাক্বারা, আয়াত ১২৯)।

কারণ ইবরাহিম (আ.) চিন্তা করলেন, মানুষ যদি আল্লাহর বাণী শোনে এবং কোরআন শিখে তার ওপর আমল করে শিরিকমুক্ত জীবন গড়ে তখন তার ভেতর থেকে এমনিতেই সন্ত্রাস, জুলুম, ইত্যাদি কাজকর্ম দূর হয়ে যাবে। আর যখন ব্যক্তিজীবন থেকে এগুলো দূর হয়ে যাবে, তখন পরিবারে এগুলোর কোনো প্রভাব পড়বে না।

আর পরিবারে প্রভাব না পড়লে সমাজে প্রভাব পড়বে না। আর সমাজে না পড়লে রাষ্ট্রে এর কোনো প্রভাবই পড়বে না। দেশে দেশে শান্তির সুবাতাস বইবে। ইবরাহিম (আ.) কোনো ভার্সিটিতে পড়েননি কিন্তু তার দোয়ার মধ্যে শব্দের গাঁথুনি কী চমৎকার!

যা কোরআন গবেষকদের অবাক করে। তিনি প্রথমে বলেছেন, তেলাওয়াতের কথা, তারপর কোরআন শিক্ষার কথা, অতপর হেকমত (হুকুম-আহকাম) শিক্ষার কথা, অতঃপর পবিত্রকরণের কথা। এর ধারাবাহিকতার কারণ কী? কারণ, প্রথমেই যদি কোরআন শিক্ষার কথা বলা হয়, তাহলে মানুষ তা শিখবে না। কেন? কারণ তার ভেতর ইমান না থাকার কারণে।

কিন্তু যখন তার সামনে প্রথমেই কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ইমান বেড়ে যাবে। যেমন, কোরআন বলেছেন, যখন তাদের সামনে (মুমিনের সামনে) আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায়। (সূরা আনফাল, আয়াত-২)।

বুঝা গেল কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে। আর যখন মানুষের ইমান বেড়ে যাবে তখন তাকে কোরআন শিক্ষা দিতে সহজ হবে। এ জন্য কিতাব শিক্ষা দেয়ার আগে তেলাওয়াতের কথা বলেছেন। তারপর কোরআন শিক্ষার কথা বলেছেন, কেন?

কারণ কোরআন শিখলে কোরআনের হেকমত শিখতে সহজ হবে অর্থাৎ হেকমত মানে হুকুম-আহকামের ওপর আমল করা সহজ হবে। আর মানুষ যখন কোরআন তেলাওয়াত শোনে, কোরআন শিক্ষা করে, কোরআনের হেকমতের ওপর (হুকুম-আহকাম) আমল করবে তখন মানুষকে পবিত্র করে শিরিকমুক্ত করতে সহজ হবে। এ জন্য দোয়ার মধ্যে ওয়াইউজাক্কিহিম এ শব্দটি সবার পরে এনেছেন।

সুবহানাল্লাহ! কী হেকমতপূর্ণ তার দোয়া। আর কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যায় একটু চিন্তা করলেই সারমর্ম দাঁড়ায় ‘শিরিক মুক্তকরণের কথা’ অর্থাৎ তাওহিদের কথা।

আরেকটুকু বিশ্লেষণে যাই, কোরআন নাজিল করার প্রয়োজন পড়ল কেন? কারণ, কোরআন নাজিলের আগেই বান্দা সূরা ফাতিহায় আবেদন করেছিলেন, আমাদের সরল-সঠিক পথ দেখাও! বান্দার এ আবেদনে আল্লাহ বলেছিলেন, তাহলে তাওহিদ মানো।

এখন তাওহিদ মানার পদ্ধতি কী? এবং কী কী কাজ করতে হবে? কী কী কাজ বর্জন করতে হবে? সেগুলো জানার জন্য ও বাস্তবায়নের জন্য আল্লাহ ইবরাহিম (আ.)-এর দোয়ার বরকতে এমন একজনকে (মুহাম্মদ সা. কে) নির্বাচন করে তার ওপর কোরআন নাজিল করলেন, যিনি কোরআন তেলাওয়াতে পারদর্শী, যিনি কোরআনের মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক এবং হুকুম-আহকাম বাস্তবায়নে পৃথিবীর সব মানুষ থেকে, সব নবী-রাসূলদের থেকে সেরা এবং যিনি সবচেয়ে বেশি মুজাক্কি অর্থাৎ বেশি পবিত্র।

কারণ রাসূল যদি মুজাক্কি না হন অর্থাৎ পবিত্রকারী না হন, তাহলে তিনি কীভাবে মানুষকে ‘মুজাক্কা’ বানাবেন (পবিত্র করবেন) অর্থাৎ শিরিকমুক্ত করবেন। সমাজ সংস্কারে বা মেরামতে কোরআনের এ প্রেসক্রিপশন সমাজের সব ইমামদের গ্রহণ করা উচিত। যেই কোরআন তেলাওয়াত করলে, যেই কোরআন শিখলে, যেই কোরআনের হেকমত শিখলে জীবন থেকে সব সন্ত্রাস, জুলুম, হারাম দূর হয়ে যাবে, কেন আমরা কোরআনের পেছনে ছুটছি না।

এখন আমরা তো মসজিদের ইমাম, তাহলে আমি আমার মসজিদের কতজন মুসল্লিকে শুদ্ধ করে কোরআন পড়া শিখিয়েছি? নামাজের জন্য কতটি সূরা শুদ্ধ করে শিখিয়েছি? কিংবা নামাজের কতটি বিধি-বিধান শিখিয়েছি? কোনোদিন কি খোঁজ নিয়েছি কতজন মুসল্লি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন কিংবা কতজন পারেন না।

ইমাম হিসেবে আমার মুসল্লিদের কোরআন শেখানোর দায়িত্ব কি আমার নয়? এখন আমিই তো আমার মসজিদে ব্যর্থ, তাহলে সমাজ মেরামতে কীভাবে সফল হব?

আমি সব ইমামদের কথা বলছি না, প্রথমে আমি আমাকে বলছি, অতঃপর বলছি শুধু আমরা যারা দায়িত্ব পালনে গাফিলতি করছি। আর এ কাজগুলো ওইসব ইমাম দিয়েই সম্ভব যেই ইমাম নিজেকে প্রথমে মুজাক্কি হিসেবে তৈরি করেন। তাই সমাজ থেকে সন্ত্রাস, জুলুম ইত্যাদি কাজকর্ম দূর করার জন্য আমরা মসজিদে কোরআন চর্চার পরিবেশ কায়েম করি।

লেখক :মেরাজুল ইসলাম

পরিচালক, মাদ্রাসাতু ইক্রা ও হাফসা (রা.) মহিলা মাদ্রাসা গাজীপুর

সৌজন্যো যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com