1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় ডাকাত আতঙ্ক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় ডাকাত আতঙ্ক

  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ২৯৯ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সদরে বড় ধরনের ডাকাতি ঘটনা ঘটতে পারেন
এমন আশঙ্কার কথা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে জানানো হলে এতে ডাকাত
আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকজনের মধ্যে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌরশহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া ষ্টেডিয়াম প্রাঙ্গনে
এলাকাবাসীকে ডেকে এনে জড়ো করে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহামান এসব কথা বলেন। এর পূর্বে গত সোমবার ৮টার দিকে পৌরশহরের সদরের ৭নং ওয়ার্ডের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা সাবেক পৌর
চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়ার বাড়িতে স্থানীয়দের ডেকে এনে ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে আশঙÍার কথা জানানো হয়।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামের মাঠে এলাকাবাসীকে ডেকে এনে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান এলাকাবাসীর উদ্যেশ্যে বলেন, কিছুদিন পূর্বে আমরা জানতে পেরেছি, জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের যুগলনগর এলাকা
দিয়ে ডাকাত দল প্রবেশ করেছে। ডাকাতরা যুগলনগর ও ইকড়ছই এলাকায় ডাকাতি করতে
পারে এরকম আভাস পাওয়া যায়।

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন র্সোসের মাধ্যমে আরো জানতে পারি, কুখ্যাত
‘ডাকাত আব্বাস’ ইকড়ছই এলাকায় কোন এক কলোনিতে অবস্থান করছে। তার বাড়ি
হবিগঞ্জ সদরের রামনগর গ্রামে। সে দিনের বেলা ফেরিওয়ালা হিসেবে কাপড় নিয়ে
বাড়ি বাড়ি যায়। আর রাতে ডাকাতি করে এরকম খবর আমরা জানতে পেরেছি। আমাদের
আশঙ্কা আব্বাসের নেতৃত্বে বড়ধরনের কোন ডাকাতির ঘটনা ঘটতে পারে ইকড়ছই
এলাকায়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি রোধ করতে এলাকাবাসীর সহযোগিতা একান্তই প্রয়োজন। এলাকায় সচেতনতা বাড়াতে হবে। সেই সাথে পাড়া মহল্লায় পাহারাদার নিয়োগের জন্যও তিনি
স্থানীয়দের অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আজকের সভার কথা আমি জানিনা। কেউ আমাকে জানায়নি। শুনেছি এলাকার ডাকাতি হতে পারে বলে পুলিশের
পক্ষ থেকে জানানো হয়েছে। এটি অবিশ্বাস্য লাগছে। কারন আজ অবধি ঘনবসতি
এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি।

জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ইকড়ছই এলাকার বাসিন্দা মিজানুর রশিদ
ভুঁইয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তির জনপদ হচ্ছে আমাদের ইকড়ছই এলাকা। স্বাধীনতা পর থেকে আজ অবধি এলাকায় কোন ডাকাতির ঘটনা ঘটেনি। হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে এলাকায় ডাকাতি হতে পারে এমন খবরে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে আমরা ডাকাতি প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করবো।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান এসব কথার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর থানার পাশ্ববর্তী বিভিন্ন থানায় ডাকাতির ঘটনা ঘটছে।
জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় ডাকাতি হতে পারে এমন খবর আমরা পেয়েছি।
সচেতনার জন্য এলাকাবাসীকে বিষয়টি অবগত করা হয়েছে। এলাকাবাসী পুলিশকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com