1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের ঈদ বাজার জমেনি তারপরও চলছে শেষ মুর্হুতের কেনাকাটা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

জগন্নাথপুরের ঈদ বাজার জমেনি তারপরও চলছে শেষ মুর্হুতের কেনাকাটা

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৫৫ Time View

আজহারুল হক ভূইয়া শিশু :: আর মাত্র একদিন বাকী তারপরও প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে এবার ঈদ বাজার জমে উঠেনি। তবে অনেকেই শেষ মুর্হুতের কেনাকেটায় ব্যষ্ত সময় কাটাচ্ছেন। ঈদুল আযহার প্রধান আকর্ষন কোরবানীর পশুর দাম এবার গত কয়েক বছরের তুলনায় বেশী হওয়ায় অনেকেই এখনো কোরবানীর পশু কিনতে পারেননি। আজ বুধবার জগন্নাথপুর বাজার ও বৃহস্পতিবার সবকটি অস্থায়ী গরুর হাটে কেনাবেচা ভালো হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন। অপরদিকে কাপড়ের দোকানগুলোতে ব্যবসায়ীরা প্রচুর মালামাল এনে দোকান সিাজিয়ে রাখলেও কাঙ্খিত বিক্রি হচ্ছে না। দুই-একটি দোকান ছাড়া অধিকাংশ দোকানেই আশানুরূপ বিক্রি নেই। ফুটপাতের কাপড়ের দোকানেও বিকিকিনি জমেনি। কাপড় জুতা ও প্রসাদনীতে এবার মন্দা ভাব থাকলেও বাধ্য হয়ে কোরবানীর পশুর রান্নার সরঞ্জামের দোকানগুলোতে ভীড় লক্ষ্য করা যাচ্ছে।কোরবানির পশু জবাইয়ের জন্য দা, চুরি কিনতে কামারদের দোকানেও ভীড় জমেছে। সেই সাথে মসলার দোকানগুলোতে জমজমাট বিক্রি কিনি হচ্ছে। মঙ্গলবার বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি নাই বললেই চলে। ব্যবসায়ীরা জানান, প্রবাসী অধ্যুষিত উপজেলা হিসেবে দুটি ঈদেই যে জমজমাট ব্যবসা হওয়ার কথা সেইভাবে এবার ব্যবসা হচ্ছে না। জগন্নাথপুরের বিন্দুজ অভিজাত বিপনীর মালিক মিন্টু রঞ্জন ধর জানান, প্রবাসী এখনও আর আগের মতো ঈদে দেশে আসেন না। কৃষকদের অবস্থাও বেশী ভালো নেই। সব মিলিয়ে জগন্নাথপুরের ঈদবাজার খুব একটা ভালো নেই। নিউ ঝলক ফ্যাশনের মালিক আব্দুল কদ্দুছ জানান, প্রথমে কেনাকাটা খুব একটা না লাগলেও শেষ মুহুতে এসে কিছুটা লেগেছে। আগামী দুদিনে হয়তো কিছু বেচাবিক্রি হবে বলে আশা করছি।
জগন্নাথপুর বাজারের ফুটফাতের ব্যবসায়ী রজত গোপ বলেন, নিম্ন আয়ের লোকজনের পক্ষে দুই ঈদে কেনাকাটা করা কষ্টসাধ্য হওয়ায় এবার ঈদে তেমন কাপড়ের বিক্রি নেই। শেষ মুহুতে এসে কিছু কেনাকাটা হবে বলে মনে হচ্চে। ফুটফাতের দোকান ঘুরে খুব একটা জমজমাট বিকিকিনির পরিবেশ দেখা যায়নি। এ্কই অবস্থা বড় বড় বিপনী বিতানগুলোর। সবমিলিয়ে জগন্নাথপুরে এবার ঈদের বাজার ভালো নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com