1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের সন্তান আয়েশা কোরেশী বাঙালির গর্ব-অহংকার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুরের সন্তান আয়েশা কোরেশী বাঙালির গর্ব-অহংকার

  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৩৪৪ Time View

আমিনুল হক ওয়েছ:: বৃটেনে বসবাসরত বাঙালী কমিউনিটির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম আয়েশা কোরেশী। যিনি অতি সম্প্রতি জাস্টিস অব পিস ( জেপি ) হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুর উপজেলাধীন ঐতিহ্যবাহী শাহার পাড়া গ্রামের মোল্লা বাড়ীর, ছমদু মিয়া কোরেশীর মেয়ে আয়েশা কোরেশী। তিনি কমিনিউটি এ্যাক্টিভিস্ট সাবেক কাউন্সিলর আবদাল উল্যাহ্ সহধর্মিনী। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে অন্যতম আয়শা কোরেশী পাঁচ বৎসর বয়সে পারিবারিক সূত্রে ইংল্যান্ড আসেন। বৃটিশ মুলধারার শিক্ষায় শিক্ষিত এই বৃটিশ বাংলাদেশী নিজ মেধা ও গুণে বেশ কিছু কৃতিত্ব অর্জনের মাধ্যমে বাঙালী কমিউনিটির মুখ উজ্জ্বল করেন। বিলেতে বাঙালী নারীরা যে বিপুল অর্জনে কমিউনিটিকে আলোকিত ও সমৃদ্ধশালী করে যাচ্ছেন সেসব নারীর সাফল্যময় অগ্রযাত্রায় নতুন আরেকটি মাইলপলক যোগ করলেন তিনি। আয়েশা কোরেশী হচ্ছেন প্রথম ব্রিটিশ বাঙালি নারী যিনি জেপি হওয়ার গৌরব অর্জন করলেন। দায়িত্ব গ্রহণের পূর্বানুষ্ঠানিকত হিসেবে গত ২৮জুন মঙ্গলবার স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে শপথ নেন আয়েশা কোরেশী। জেপি হিসেবে তিনি প্রতিনিধিত্ব করবেন পূর্ব লন্ডনের লোকাল জাস্টিজ এরিয়ার এবং তার কর্মক্ষেত্র হবে স্টার্টফোর্ড এবং টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে। ফাইন্যান্স ল’ইয়ার আয়েশা কোরেশী একজন সফল সংগঠক হিসেবে অলিম্পিক বিটে অসাধারণ ভূমিকা রাখায় ২০০৬ সালে লাভ করেন এমবিই খেতাব। ২০১২ সালে অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকে আয়েশা কোরেশিই ছিলেন একমাত্র ব্রিটিশ বাংলাদেশি যিনি পদক বিতরনী অনুষ্ঠানে অংশ নেন।
মূলধারার সঙ্গে কাজ করা আয়েশা কোরেশীর রয়েছে কমিউনিটির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ। ব্রিটিশ বাঙালি কমিউনিটির অর্জন এবং সাফল্য উদযাপনে বার্ষিক বিবিপাওয়ার লিস্টের অন্যতম উদ্যোক্তা আয়েশা কোরেশী বিবিপিআই ফাউন্ডেশনেরও একজন ট্রাস্টি। এই ফাউন্ডেশন তরুণ প্রজন্মের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখছে। এদিকে আয়েশা কোরেশীর জেপি হওয়ার সংবাদে তাকে অভিনন্দন জানিয়ে স্বপ্নারা খাতুন বলেন, তার এই অর্জনে আমি আনন্দিত, অভিভূত, আয়েশা হচ্ছেন তরুণ প্রজন্মের জন্য রোল মডেল, আমি বিশ্বাস করি জেপি হিসেবেও তিনি সফল এবং স্বার্থক ভূমিকা রাখতে সক্ষম হবেন। আমি বোন আয়েশাকে স্যালুট জানাই কেননা তিনি বিশ্বের বুকে আমাদের নাম উজ্জ্বল করেছেন। তিনি মোল্লা বাড়ীই নয়, বাঙালী জাতির গর্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com