1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এম এ মান্নান গ্রাম বাংলার মানুষের উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এম এ মান্নান গ্রাম বাংলার মানুষের উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ২২০ Time View

গোবিন্দ দেব :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার গ্রাম বাংলার মানুষের উন্নয়ন করে। আর কোন সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে না। শেখ হাসিনার সরকার গ্রামের মানুষের পাশাপাশি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে তিনি দাবী করেন। তিনি বলেন, যেকোন মূল্যে শেখ হাসিনাকে আবারও আপনাদের মহামূল্যবান ভোটদিয়ে রাষ্ট্রক্ষমতায় ঠিকিয়ে রাখতে হবে। তিনি গতকাল জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সেরা মোহাম্মদপুর ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করে চিলাউড়া হলদিপুর ইউনিয়নে এলাকাবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, পল্লী বিদ্যুতের জিএম অসিম কুমার সাহা,ইউএনও মাসুম বিল্লাহউপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। উল্লেখ্য সেরা মোহাম্মদপুর গ্রামে ৭১ পরিবার ও মহিষাকোনা গ্রামে ১৪৯ পরিবার পল্লী বিদ্যুতের সংযোগ পায়। পরে মন্ত্রী জগন্নাথপুরের প্রবীন সাংবাদিক জগন্নাথপুর প্রেসক্লাব’র সভাপতি শংকর রায়কে দেখতে তাঁর বাসভবনে যান। এ সময় তিনি তাঁর চিকিৎসার খোঁজ খবর দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com