1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ধসে যাওয়া সেতুর এ্যাপ্রোচের কাজ ৭ মাসেও শেষ হয়নি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১১ অপরাহ্ন

জগন্নাথপুরে ধসে যাওয়া সেতুর এ্যাপ্রোচের কাজ ৭ মাসেও শেষ হয়নি

  • Update Time : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ২৬৭ Time View

বিশেষ প্রতিনিধি:: জগন্নাথপুরের নলুজুর সেতুর ধসে যাওয়া এ্যাপ্রোচের সংস্কার কাজ সাত মাসেও শেষ হয়নি। গত বছরের ৬ ডিসেম্বর জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের ঘোষগাঁও নামকস্থানে সেতুর এপ্র্যোচের একাংশে ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় তিন মাস। এখনও কোনধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনভাবে ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে।
স্থানীয় উপজেলা এলজিইডি কার্যালয়, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের মে মাসে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি নলজুর নদীর ওপর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও নামক স্থানে ১৩ কোটি টাকা ব্যয়ে ৩৯.১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন। কিন্তুু সংযোগ সড়কের (এ্যাপ্রোচের) জায়গার পশ্চিম অংশের মালিকানা নিয়ে বিরোধ থাকায় এ্যাপ্রোচের কাজ শেষ হয়নি। বিকল্প এ্যাপ্রোচ ব্যবহার করে যান চলাচল শুরু হয়। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও ও আশারকান্দি এ তিনটি ইউনিয়নের মানুষ উপজেলা সদরে আসা যাওয়া করতে হয়। পাশাপাশি এ সড়ক দিয়ে পাশ্ববর্তী ওসমানিগঞ্জ-বালাগঞ্জের থানা সদরে উপজেলাবাসী যাতায়াতের সুবিদা বেশি।
গোষগাঁও গ্রামের রমজান আলী ছানা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের শেষের দিকে সেতুর এ্যাপ্রোচের কিছু অংশে ভাঙন দেখা দেয়। এর পর থেকে একাধিকবার একই স্থানে ভাঙন সৃষ্টি হয়। সংশিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়ভাবে কোন কাজ না করে সংস্কারের নামে নামমাত্র সামান্য কাজ করে। কাজের টেকশনই না হওয়ায় এ্যাপ্রোচ ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়লে জনসাধারন চরম দূর্ভোগে পড়েন।
এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী কুবাজপুর গ্রামের মাসুম আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,ক্ষতিগ্রস্থ এ্যাপ্রোচের এক পাশ দিয়ে ঝুকিঁপূর্ন অবস্থায় অকোরিকশা, রিকশাসহ ছোটধরনের যানবাহন চলাচল করছে। ভারী যানবাহন চলে না। গত সাত মাসেও এ্যাপ্রোচের কাজ শেষ না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষগাঁও গ্রামের বাসিন্দা রেজাউল করিম রিজু মিয়া জগন্নােথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নলজুর সেতুদিয়ে তিনটি ইউনিয়নের লোকজন উপজেলা সদরে যাতায়াত করেন। অপরদিকে উপজেলা সদরের বাসিন্দারা কম সময়ে ঢাকা- সিলেট মহাসড়কের বেগমপুরে যাতায়াত করতে পারেন। দ্রুত স্থানীয়ভাবে সংস্কার কাজ করে জনদূর্ভোগ লাঘবে সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি সপ্তাহের মধ্যেই স্থানীভাবে এ্যাপ্রোচের কাজ শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com