1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডনের দিনব্যাপী গনসংযোগ, মত বিনিময় ও পথসভা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডনের দিনব্যাপী গনসংযোগ, মত বিনিময় ও পথসভা

  • Update Time : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮০ Time View

সনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত জাতীয়নেতা আব্দুস সামাদ আজাদ তনয়, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদ সদস্য আজিজুস সামাদ আজাদ ডন তাহার মাসব্যাপী গনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে গতকাল দিন-রাত বিরামহীন প্রচার-প্রচারনা করে। জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়ন, ২নং পাটলী ইউনিয়ন ও পৌর শহরে গণসংযোগ, মত বিনিময় উঠান বৈঠক ও নৌকার প্রচার মিছিলে অংশ গ্রহণ করে। তিনি গতকাল সকালে মিরপুর বাজার, নন্দীরগাঁও, সাচায়ানী, পাটলী সুলেমানপুর, পাটলী ফকিরবাড়ী, লাউতলা, রসুলগঞ্জ বাজার, মিনাজপুর বাজার ও প্রভাকরপুর গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে মিলিত হন এবং এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন মিয়া সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পাটলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপস্থিত ইউ/পি সদস্য/সদস্যা ও কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন , প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, ইউ/পি সদস্য জসিম উদ্দিন ফারুক, ছায়াদ মিয়া, সোনা মিয়া, ছুরুক মিয়া ও মহিলা সদস্যা লক্ষী রানী দে। লাউতলা বাজার জামে মসজিদে আছরের নামাজ পড়ে সানজানা ইলিভেন স্টার ক্লাবে মত বিনিময় সভায় মিলিত হন। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী মোঃ দবির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আজিজুস সামাদ আজাদ ডন সহ সঙ্গীয় নেতৃবৃন্দ। মতবিনিয়ম সভা শেষে তিনি প্রভাকরপুর গ্রামে প্রবীন অসুস্থ আওয়ামীলীগ নেতা মাস্টার শাহ সুফি মিয়াকে দেখতে যান। বাদ এশা প্রভাকরপুর গ্রামে আজিজ মিয়ার বাড়ীতে উঠান বৈঠকে মিলিত হন। ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল মতলিবের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সাবেক ইউ/পি সদস্য হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে নৌকা মার্কায় ভোটদানে আহবান জানালে উপস্থিত জনসাধারণ ও নেতাকর্মী স্বতস্ফুর্ত সমর্থন দান করেন। সভা শেষে রাত সাড়ে সাত ঘটিকায় পৌরপয়েন্টে উপস্থিত হলে উপস্থিত নেতাকর্মীরা নৌকা নৌকা মিছিল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। পরে তিনি কয়েকশতাধিক নেতাকর্মী নিয়ে নৌকা মিছিল সহকারে জগন্নাথপুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরপয়েন্টে পথ সভায় মিলিত হন। পথ সভায় আজিজুস সামাদ আজাদ ডন বলেন কোন সংবাদপত্রের ভিত্তিহীন সংবাদে আপনারা বিভ্রান্ত হবে না। আমি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের নির্দেশনায় আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে গ্রাম-গঞ্জে দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা সহ নৌকার ভোট প্রার্থনা করছি। আমি আশবাদী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের নৌকা মার্কা প্রার্থী মনোনীত হব। উঠান বৈঠক, মতবিনিয়ম সভা ও পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া সাব্বির, ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী নুরুল ইসলাম, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগের সদস্য সচিব কাউন্সিলর মোঃ আবাব মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ মোতাহীর আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবাজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মহি উদ্দিন মাহবুব, আনহার মিয়া, সেলিম মিয়া, তাজ উদ্দিন তাজ, আনোয়ার কোরেশী, আনা মিয়া, সোনা মিয়া, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, মোঃ নাদিম শাহ, সাইফুর রহমান সোহাগ, সুয়েবুর রহমান সেবু, মোঃ সুজেল মিয়া, মিঠন দেব, ইমন মিয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন, জামাল হোসেন, জুলহাস মিয়া, মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছিদ্দিকুর রহমান, আশাদ কোরেশী, সুদীপ ভট্টাচার্য্য, মোঃ কয়েছ মিয়া, জয়নুল আহমদ কোরেশী, আমিনুল ইসলাম, মোঃ রনি মিয়া, আক্তার হোসেন, জহুর মিয়া, সেলিনুর রহমান সেলিম, শাহ শাহিন মিয়া, জাহির মিয়া, জাকির হোসেন, জুমেন আহমদ, তাজুল মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগ মোঃ কবির মিয়া, সুধাংশু সূত্রধর, জাহাঙ্গীর আলম, মুহিন মিয়া, সামছুল হক, সাবেক ছাত্রনেতা সুমেল শাহ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহিন মিয়া সুমন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com