1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বন্দোবস্ত নিয়ে ৩০ বছর ধরে ভোগ দখলে থাকা ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুরে বন্দোবস্ত নিয়ে ৩০ বছর ধরে ভোগ দখলে থাকা ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৩০৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামের ভূমিহীন পরিবারের ভূমি আত্মসাতের প্রচেষ্ঠা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভূমিহীন পরিবারের পক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগে এমন অভিযোগ করেন ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পাওয়া ভূমিহীন পরিবারের লোকজন। লিখিত অভিযোগে বলা হয়, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামের গরিব অসহায় ভূমিহীন লোকজন ৩০ বছর ধরে কৃষি খাস জমি হিসেবে বন্দোবস্ত নিয়ে ঘর বাড়ি তৈরী করে শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে জীবন ধারন করে আসছেন। কল্যাণপুর মৌজার জেএল নং-১৫ দাগ নং ৪৩ এ ১ একর ভূমি জেলা প্রশাসক বন্দোবস্ত মোং নং ১৩/৯৯-২০০০ মুলে কালিটেকী গ্রামের অভিনাষ বৈদ্য বন্দোবস্ত পেয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ঘরবাড়ি তৈরী করে বসবাস করে আসছেন। একই ভাবে কালিটেকী গ্রামের শচীন্দ্র বৈদ্য,যতীন্দ্র বৈদ্য মুক্তিযোদ্ধ সহিদ আলী গং, ও গোপেন্দ্র বৈদ্য বন্দোবস্ত নিয়ে খাজনাদি পরিশোধ করে ঘরবাড়ি ও চাষাবাদ করে আসছেন। এছাড়াও ৪৩ নং দাগে হিন্দু সম্প্রদায়ের শশ্মানঘাট হিসেবে রের্কডভূক্ত অপরদিকে ৪৪,৪৫,৪৬,৪৭,ও ৪৮ নং দাগে বিভিন্ন ব্যক্তির নামে রের্কডভূক্ত রয়েছে। স্ব স্ব মালিকগন ঘরবাড়ি তৈরী করে বসবাস করছেন। দেবস্থানের নামে কোন রের্কড ভূক্ত জায়গা ওই দাগগুলাতে নেই। শারদীয় দুর্গোৎসবে কালিটেকী প্রাথমিক বিদ্যালয় পুকুরে প্রতিমা বির্সজন করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়,পাড়ারগাঁও মৌজার নোয়াপাড়া গ্রামের জনৈক ব্যক্তি কালিটেকী প্রাথমিক বিদ্যালয়ের নামে দুই টন চাল বরাদ্দ নিয়ে আতাসাৎ করার ঘটনায় সুনামগঞ্জে কালিটেকী গ্রামের ভূমিহীন পরিবারের লোকজন একটি মামলা দায়ের করেন যার নং -৪২/২০১৫ এতে ক্ষুব্দ হয়ে ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করতে বন্দোবস্ত বাতিলের প্রচেষ্ঠা শুরু করেন। এছাড়াও উল্লেখ করা হয় ৩৭৩ নং দাগের ৩০ শতক ভূমি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সহিদ আলী সরকার বাহাদুর থেকে বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করেন। দুই বছর আগে তিনি মৃত্যু বরণ করলে উক্ত ভূমিতে গর্ত করে প্রতি বছর মৎস্য বিক্রি করে আসছেন একটি ভূমিখেকো চক্র।ওই চক্রের ভূমির সংলগ্ন আমাদের ভূমি থাকায় আমাদের ভূমির ওপর তাদের কুদৃষ্টি পড়ে। তাই আমাদেরকে উক্ত ভূমি থেকে বিতাড়িত করতে নানা রকম হয়রানীমুলক পন্থা অবলম্বন করেন। লিখিত আবেদনকারীর মধ্যে অভিনাষ বৈদ্য, গোপেন্দ্র বৈদ্য,সাবিত্রী রানী বৈদ্য,জরিবাসী বৈদ্য বন্দোবস্তকৃত ভূমি যাতে নিবিঘেœ ভোগ দখল করতে পারেন সেজন্য প্রশাসনের সুদৃষ্টি আকর্ষনের পাশাপাশি ভূমিখেকোচক্রের কবল থেকে ভূমি রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, বন্দোবস্ত নেয়া ভূমিহীন পরিবারের পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com