1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ব্রিটিশ-বাংলা এডুকেশন সেন্টারের নির্মাণ কাজ শুরু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ব্রিটিশ-বাংলা এডুকেশন সেন্টারের নির্মাণ কাজ শুরু

  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৫০৮ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘ ব্রিটিশ বাংলা এডুকেশন গবেষনা সেন্টারের কাজ শুরু হয়েছে।
বুধবার থেকে এক কোটি ১৮ লাখ টাকা বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তিনতলা বিশিষ্ট এ ভবনের একতলা ভবনের কাজ শুরু হয়। গত বছরের ১৫ মার্চ বর্তমান পরিকল্পনামন্ত্রী (তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী) এম এ মান্নান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার শিক্ষার উন্নয়নে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ১৯৯৯ সাল থেকে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। ট্রাস্টের দাবির প্রেক্ষিতে সরকার গত বছর জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের গবেষণা কেন্দ্র নির্মাণের জন্য এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মুহিব চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ বছরে আমরা এ উপজেলার ২০ হাজার শিক্ষার্থী কে শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে উৎসাহ দিয়ে আসছি। আগামীতে এ সেন্টারের মাধ্যমে শিক্ষার মানন্নোয়নে শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্হা করা হবে। থাকবে একটি সমৃদ্ধ লাইব্রেরি। লন্ডনের লাইব্রেরি সেন্টারের আদলে আমরা এ সেন্টারটি চালাতে চাই।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাজ্যে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ১৫৩ জন প্রবাসী ট্রাস্টি হিসেবে রয়েছেন। ট্রাস্টের তহবিলে চার কোটি টাকা রয়েছে। তিনি বলেন,ট্রাস্টের নিজস্ব ১৫ শতাংশ জায়গার ওপর সরকারি অর্থায়নে সেন্টারটি বাস্তবায়ন হচ্ছে। এর কাজ শেষ হলে আরো ব্যাপকভাবে জগন্নাথপুর উপজেলার শিক্ষার অগ্রগতিতে কাজ করবে ট্রাস্ট।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি অনুদানে ঠিকাদারী প্রতিষ্ঠান স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেন্টার নির্মাণ
কাজ করছে। আমরা তদারকি করছি। তিনি বলেন,এটি জগন্নাথপুর শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছি।
বুধবার জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন গবেষণা সেন্টারের নির্মাণ কাজ শুরুকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম, ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরী, সাধারণ সম্পাদক মহিব চৌধুরী, ট্রাস্টি নুরুল হক লালা, মোবারক আলী, আনহার মিয়া,আব্দুন নূর, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ঠিকাদার আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com