1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে সড়ক রক্ষায় ১০ টন ওজনের অধিক যান চলাচলে নিষেধাজ্ঞা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

জগন্নাথপুরে সড়ক রক্ষায় ১০ টন ওজনের অধিক যান চলাচলে নিষেধাজ্ঞা

  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭০৬ Time View

জগনন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে ১০ টন ওজনের অধিক ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও সড়ক সর্তককরণীয় সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি দ্রুত সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক ও যানজট মুক্ত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত
নাগরিক সভায় সড়কে জনদুর্ভোগ লাঘবে এই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র দায়িত্বথাকা জগন্নাথপুর উপজেলা সহকারি
কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইজি) গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার এসআই সাত্তাহ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ
সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি
রব্বানী মিয়া, সাংবাদিক আব্দুল হাই, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সস্পাদক
জহিরুল ইসলাম লাল, ব্যবসায়ী জামাল উদ্দিন তালুকদার, শিহাব উদ্দিন প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল
করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে সড়কজুড়ে খানাখন্দ, ভাঙাচোর, আর
গর্তে ভরপুর। ফলে যানবাহন চলাচলে অনুপযোগি হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই
সংস্কারের দাবী জানিয়ে আসলেও কোন সুফল পাওয়া যায়নি। বাধ্য হয়েই সড়ক সংস্কারের দাবীতে গত ১৫ সেপ্টেম্বর অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস প্রদানে ধর্মঘট প্রত্যাহার করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু না হলেও ফের ২৪ সেপ্টেম্বর থেকে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে সড়কে অস্থায়ীভাবে কাজ শুরু হওয়ায় ২৪ সেপ্টেম্বর ধর্মঘট হচ্ছে না।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, সড়কের জগন্নাথপুর ও বিশ্বনাথ অংশে অস্থায়ী মেরামত চলছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর দায়িত্বেথাকা জগন্নাথপুরের
এসিল্যান্ড ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সড়কে জনসাধারণে দুর্ভোগ লাঘবে এবং সড়ক
রক্ষায় নাগরিকদের মতামতের প্রেক্ষিতে ১০ টন ওজনের অধিক ট্রাক কিংবা পণ্যবাহী ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আশা করছি, কাল মঙ্গলবার থেকে এর বাস্তবায়ন শুরু হবে। সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সাইবোর্ড স্থাপন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com