1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে হাওর রক্ষায় ঠিকাদারের কাজের নমুনা ! বিপাকে কৃষক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে হাওর রক্ষায় ঠিকাদারের কাজের নমুনা ! বিপাকে কৃষক

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৫৯৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরের বোরো ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড এবার চার কোটি টাকার বরাদ্দ দেয়। তন্মেধ্যে দুইকোটি টাকা পিআইসির মাধ্যমে ও দুই কোটি টাকা ঠিকাদারের মাধ্যমে কাজ হচ্ছে। হাওর অঞ্চলে ফসল রক্ষায় ঠিকাদারী প্রথা বিলুপ্ত করে ২০১০ সালে পিআইসি প্রথা চালু হলেও আমলাতান্ত্রিক জটিলতায় আবারও হাওরে ফিরে এসেছে ঠিকাদারী প্রথা। জগন্নাথপুর উপজেলার কৃষকরা জানান, চলতি বোরো মৌসুমে পাউবোর বাঁধ নির্মাণে পিআইসি ও ঠিকাদার উভয়ের কাজই নিন্মমানের তন্মেধ্যে পিআইসির সদস্যদের কৃষকদের চাপে ঝুঁকিপূর্ণ বাঁধে সংস্কার কাজের জন্য পাওয়া গেলেও ঠিকাদারের প্রতিনিধিদের পাওয়া যাচ্ছে না। এতে করে ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়িত কাজগুলো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। নলুয়ার হাওর ব্যাষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, নলুয়ার হাওরের বেতাউকা নামক স্থানে ঠিকাদারে একটি কাজ অত্যন্ত নিন্মমানের। মেশিন দিয়ে মাটি কাটার ফলে ওই এলাকার একটি কালভার্ট এর পাশে গর্তের সৃষ্টি করা ও বাঁধের নকট থেকে মাটি তুলায় বাঁধটি অতীব ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন সেই ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে আমরা কাজ করছি। ঠিকাদারের কাউকে পাইনি। তিনি বলেন, হাওরের কাজ জনপ্রতিনিধিরা যেভাবে করেন ঠিকাদাররা কখন এভাবে করেন না। বেতাউকা গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, নেতাইকালি বাঁধে ঠিকাদার যে নিন্মমানের কাজ করছে। এসব দেখার যেন কেউ নেই। পাউবোর লোকজন ভাগবাটোয়ারার কারণে ঠিকাদারের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না। সরেজমিনে দেখা গেছে মইয়ার হাওরের নারিকেলতলা নামক স্থানে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন শনিবার বিকেলে কাজ করছেন।

2016-04-09 16.53.45 অথচ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব কাজ শেষ হওয়ার কথা। জাহান মিয়া নামের সাবঠিকাদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুনামগঞ্জের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার সজিব রঞ্জন দাশের কাছ থেকে তিন কিলোমিট বেড়িবাঁধ তিনি ২৪ লাখ টাকায় আনেন। কাজ আনতে বিলম্ব হওয়ায় যথাসময়ে কাজ করতে পারেননি। নিন্মমানের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ভাই এখনো কাজ করার চেষ্ঠা করছি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ তদারক কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বেশ কিছু বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো আমরা সংস্কারের প্রচেষ্ঠা চালাচ্ছি। পিআইসির লোকজনকে পাওয়া গেলেও ঠিকাদারের লোকজনকে সময়মতো পাওয়া যায়না। পাউবোর মাঠ অফিসার মুসাদ্দেক বলেন, ঠিকাদার ও পিআইসি সবাইকে আমরা সঠিকভাবে কাজ করতে বলেছি।যেসব বাঁধে ফাটল দেখা দিয়েছে সেগুলো সংস্কারে কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com