1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নতুন বছরের প্রথম দিনে জগন্নাথপুরে ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী এম এ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগ. গ্রেপ্তার ৭ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২ জগন্নাথপুরে মিথ্যা মামলায় আ.লীগ নেতা কে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে জামিন ঈদের সময় এলো সাড়ে ৯ হাজার কো‌টি টাকার রেমিটেন্স সেপটিক ট্যাংক থেকে হবিগঞ্জের তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সরবরাহ বিঘ্নিত এনআইসিইউতে শিশুর মৃত্যু, চিকিৎসককে মেরে আইসিইউতে পাঠাল রোগীর স্বজন

নতুন বছরের প্রথম দিনে জগন্নাথপুরে ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৬৮০ Time View

স্টাফ রিপোর্টার:: নতুন বছরের প্রথম দিনেই জগন্নাথপুরে প্রায় ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি । রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্নস্থানে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল মজিদের পরিচালনায় গোপরাপুর বাজারে অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী ও হাওর অঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে কাজ করছে। দেশের এই অগ্রযাত্রা দেখে পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে সড়ষন্ত্র করছে বলে অভিযোগ করে মন্ত্রী বলেন,আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা দেশের উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎসহ মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে সরকার কাজ করছে। এসব অগ্রযাত্রায় হিংসায় জ্বলেপুড়ে দেশের সর্বনাশ করছে পরাজিত শক্তি। তিনি এদের বিরুদ্ধে সজাগ থাকতে আহ্বান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, পল্লী বিদ্যুতের সুনামগঞ্জ অঞ্চলের জিএম সুহেল পারভেজ প্রমুখ

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাহতাবুল হাসান সমুজ, জহুর আহমদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, শিক্ষক ফররুখ আহমদ, মাছুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন,সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ মন্ত্রী সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের অর্থায়নে কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মধ্যে ফিতাপাইপ বিতরণ ও মহিলা অধিদপ্তরের আয়োজনে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ শেষে যুব উন্নয়ণ অধিদপ্তরের আয়োজনে বেকার তরুণ তরুণীদের প্রশিক্ষক কর্মশালার উদ্বোধন করেন। এছাড়াও মন্ত্রী জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন সড়কে ১০ কোটি টাকা ব্যায়ে পল্লী বিদ্যুতের নবনির্মিত সাবষ্টেশনের উদ্বোধন করেন। এসময় পল্লী বিদ্যুতের সুনামগঞ্জ অঞ্চলের জিএম সুহেল পারভেজ, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আশিক মিয়া,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার সংলগ্ন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। দুই কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর,সালদিগাসহ ৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com