1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা মহাসড়কে বেহাল দশা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই

জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা মহাসড়কে বেহাল দশা

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ২৫৬ Time View

সানোয়ার হাসান সুনু:: জগন্নাথপুর পৌর শহর দিয়ে যাওয়া পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি ঢাকা মহাসড়কসহ জগন্নাথপুর উপজেলার প্রায় সবক’টি পাকা সড়কেই বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে জগন্নাথপুর আউশকান্দি-ঢাকা-আঞ্চলিক মহাসড়কটির অবস্থা খুবই নাজুক। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় খালের সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে সংযুক্ত এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নিয়মিত চলাচলকারীদের অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা হলেও কর্তৃপক্ষ যেন নির্বিকার। তারা যেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন। ভাঙাচুরা এ সড়ক দিয়ে চলাচলকারী ভুক্তভোগী জনসাধারণ সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এ সড়কগুলো কি কোনো দিন ঠিক হবে না। সরকারের দায়িত্বশীল কর্তাদের চোখ কি এদিকে পড়বে না। এ সড়ক দিয়ে চলাচলকারী জগন্নাথপুর গ্রামের মিনিবাস চালক আবদুল মজিদ বলেন, রাজধানীতে যাতায়াত ও সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াত করতে হলে এ সড়ক ব্যবহার করতে হয়। এ সড়কে বড় বড় গর্তের ফলে গাড়ির চাকা আটকে যায়। প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমপি এমএ মান্নান অর্থ ও পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও কেন সড়কগুলোর সংস্কার কাজ হচ্ছে না বুঝে উঠতে পারছি না। পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও দীঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এ সড়কটির পৌর পয়েন্টের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে বেহাল দশায় নাকাল হচ্ছেন জগন্নাথপুর পৌরবাসী। জনসাধারণের যাতায়াতের পাশাপাশি ব্যবসায়ীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটির পিচ উঠে গিয়ে খানাখন্দকের পাশাপাশি বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। শহরের আলখানা স্লুইচ গেইট থেকে শুরু করে হবিবনগর এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া সড়কটির মুক্তিযোদ্ধা মোড়, পৌর পয়েন্ট ও মাছের আড়ত এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে খালে পরিণত হয়েছে। ফলে এর আশপাশ এলাকার মার্কেট বিপণিবিতানগুলোতে ক্রেতাদের যাতায়াতে ভোগান্তির ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে স্থবিরতা। এছাড়াও এসব গর্তগুলোতে প্রতিনিয়ত রিকশা, ইজিবাইক, অটোরিকশা, মোটর সাইকেলসহ ছোট-বড় সব প্রকার যানবাহন বিকল হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছে। পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কটি জগন্নাথপুর পৌর শহরের ওপর দিয়ে যাওয়া সড়কটির মেরামতের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। অবিলম্বে সড়কটির পুনঃসংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ। সড়কটির নাজুক দশার বিষয়ে মেয়র আলহাজ আবদুল মনাফ জানান, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। পৌর শহরের ক্ষতিগ্রস্ত প্রধান সড়কটি পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ সুহেল আহমদ জানান, শহরের প্রবেশমুখের সড়কটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় প্রতিনিয়ত আমাকে জনরুশের শিকার হতে হচ্ছে। সড়কটির ক্ষতিগ্রস্ত এলাকায় এটি কোনো বিভাগের সড়ক শহরের কোথায় কোনো সাইনবোর্ড দেয়া না থাকায় ভুক্তভোগী জনসাধারণ সংস্কার কাজের জন্য পৌরসভাকে দায়ী করছেন। তিনি জানান, ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে মৌখিক এবং লিখিতভাবে সড়কটি পুনঃসংস্কারের অনুরোধ জানানো হয়েছে। সড়কটির নাজুক দশার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জানান, শিগগিরই এ সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে আশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com