1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর থানায় ওপেন হাউজ ডে এর আলোচনা সভায় অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র-সামাজিক নেতৃত্বে সমাজের খারাপ লোকেরা চলে আসছে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু পাকিস্তানে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগ. গ্রেপ্তার ৭ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২ জগন্নাথপুরে মিথ্যা মামলায় আ.লীগ নেতা কে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে জামিন ঈদের সময় এলো সাড়ে ৯ হাজার কো‌টি টাকার রেমিটেন্স সেপটিক ট্যাংক থেকে হবিগঞ্জের তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সরবরাহ বিঘ্নিত

জগন্নাথপুর থানায় ওপেন হাউজ ডে এর আলোচনা সভায় অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র-সামাজিক নেতৃত্বে সমাজের খারাপ লোকেরা চলে আসছে

  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ১৯৩ Time View

স্টাফ রিপোটার :; সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেছেন, সামাজিক নেতৃত্ব সমাজের খারাপ লোকের কাছে চলে যাচ্ছে। এতে করে সমাজে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে পুলিশকে সমাজের ভাল মানুষগুলোর সাথে সুসর্ম্পক গড়ে তুলতে হবে। তিনি বলেন,ভাল লোকের বন্ধু থাকে খুব কম। তাদেরকে একা একা চলতে হয়। এসব ভাল মানুষকে পাশে রাখলে সমাজের অপরাধ প্রবণতা কমে আসবে। তিনি বলেন,আমরা বলি পুলিশ জনগনের বন্ধু। কিন্তুু জনগনতো বলতে হবে তাদের বন্ধু পুলিশ। তাহলেই সত্যিকারের পুলিশই জনতা এবং জনতাই পুলিশ সর্ম্পক সমৃদ্ধ হবে। তিনি নিজ নিজ অবস্থান থেকে সমাজের সচেতন মানুষদেরকে দায়িত্বশীলতার সহিত পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।

রোববার জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে থানা ভবন চত্বরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার সাইফুল আলম এর পরিচালনায়

 

 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া, পাইলগাও ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপু প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আনহার মিয়া মেম্বার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, কাউন্সিলর দিলোয়ার হোসেন,  সাংবাদিক আবদুল হাই, মো.শাজন মিয়া, উপজেলার পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, জাপা নেতা আব্দুল মনাফ,উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, পাইলগাও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক কয়ছর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য আজিজ মিয়া প্রমূখ।

 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম হাফিজ আনোয়ার হোসেন। সভায় জগন্নাথপুর থানা পুলিশকে একটি স্ফীডবোর্ড প্রদানের ঘোষনা দেন পাইলগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন।
সভায় বক্তাদের দাবির প্রেক্ষিতে কুশিয়ারাপাড়ে একটি পুলিশ তদন্ত সেন্টারের প্রয়োজনীয়তার গুরুত্বতুলে ধরে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র এলাকাবাসীকে যথাযথপ্রক্রিয়ায় আবেদন করার আহŸান জানিয়ে বলেন,আমরা এটি বাস্তবায়নের প্রচেষ্ঠা চালাব।  বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বরকত উল্যাহ খান বলেন,পুলিশ সমাজ থেকে অপরাধ কমাতে সচেষ্ঠ রয়েছে।  সমাজের সচেতন জনগোষ্ঠীর সহযোগীতা পেলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। তিনি পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন,জগন্নাথপুর থানা পুলিশ অপরাধ দমনে তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে এ তৎপরতা হ্রুাস পেয়েছে। তিনিও আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com