1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ডাক্তারদের ফি-নির্ধারণে নতুন আইন হচ্ছে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

ডাক্তারদের ফি-নির্ধারণে নতুন আইন হচ্ছে

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০১৬
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার:: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ডাক্তারদের প্রাইভেট প্রাকটিসের ফি হালনাগাদ করতে সরকার শিগগিরই নতুন করে হালনাগাদ ও যুগোপযোগী আইন করবে।

সংসদের বাজেট অধিবেশনে বুধবার সরকার দলীয় সদস্য নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদকে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে ‘দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ আইনের তফসিলেই বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল ফি, কনসালটেশন ফি নির্ধারণ করা হয়েছে। ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ এর খসড়া শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

নতুন আইন হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে ‘যুগোপযোগী ও হালনাগাদ ফি’ নির্ধারণ সম্ভব হবে বলেও মন্ত্রী সংসদকে অবহিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com