1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দুইবছর পর জগন্নাথপুরের হাওরবাসী ঈদের হাসিতে হাসলেন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

দুইবছর পর জগন্নাথপুরের হাওরবাসী ঈদের হাসিতে হাসলেন

  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ২০০ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে টানা দুইবছর ফসলডুবির কারনে হাওরবাসীর মধ্যে ছিলনা ঈদের আনন্দ। তবে এবছর বাস্পার ফসল হওয়ায় গতকাল এবার ঈদের আনন্দ উৎসব ছিল হাওরপাড়ের লোকজনের মধ্যে।
শনিবার ঈদের দিন বৃষ্টিপাতে কিছুটা ঈদ উৎসব কমতি থাকলেও আজ রোববার আবহাওয়া অনুকুলে থাকায় বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছেন। অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে আনন্দ-খুশিতে সময় পার করছেন। এসব মিলেই এই ঈদের হাসি-খুশি আর আনন্দ, উৎসবে কাটছে হাওরের মানুষজনের ঈদ।
জেলার অন্যতম হাওর জগন্নাথপুরের সর্ববৃহ নলুয়া হাওরপাড়ের লোকজন জানান, শতভাগ কৃষি নির্ভশীল হাওরপাড়ের লোকজন গত দুই বছর বোরো ফসল হারিয়ে নানা কষ্ঠে জীবন যাপন করেছেন। এবার হাওরে ফসল বাস্পার হওয়ায় শূন্য গোলা ভরেছে সোনাধানে। ফলে দুঃখ কষ্ঠ অনেকটাই লাঘব হয়েছে।
হাওরপারের বাসিন্দা ভুরাখালি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা কৃষির উপর নির্ভরশীল। পর পর দুই বছর ফসল হারিয়ে চোখে শষেফুল দেখছিলাম। নানা কষ্টে চলেছে দিনযাপন। এবছর আল্লাহপাকের রহমতে ফলণ ভালো হওয়াতে গোলায় ধান রয়েছে। গত ঈদগুলোতে পরিবারের লোকজনকে নতুন জামা-কাপড় কিনে নিতে পারেনি। তবে এবার দিয়েছে। সবাই মিলে দুইবছর পর হাসি-খুশিতে ঈদ উদযাপন করলাম এবার।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সিদ্দেকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর বাস্পার ফসলে কৃষক পরিবারের দু:খ কণ্ঠ অনেকটাই মুছে গেছে। টানা দুই বছর বেঁচে থাকার একমাত্র অবলম্বন বোরো ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন লোকজন। এবার ঘরের গোলায় ধান থাকায় সবাই মিলে মিশে ঈদ উদযাপন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com