1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জের প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ১০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

নবীগঞ্জের প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ১০

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিনিধি,নবীগঞ্জ :নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে রাস্তায় গাড়ী সাইড দেয়াকে কেন্দ্র করে ও পুর্ব বিরোধের জেরধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ আব্দুল আজিজ ও তার লোকজনের হামলায় একই পরিবারের মহিলাসহ আহত হয়েছে ১০ জন। এরমধ্যে গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সুত্রে জানাযায়, উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের সিতার মিয়া নবীগঞ্জ বাজার থেকে ইফতারের আগ মুহুর্তে সিমেন্ট নিয়ে সিএনজি গাড়ী যোগে বাড়িতে রওয়ানা দেন। পথিমধ্যে বেগমপুর নামক স্থানে পৌছলে রাস্তায় একটি ট্রাক ধান বুঝাই করতে দেখে সিতার মিয়া ইফতারের সময় হয়েগেছে বলে ট্রাকটি সরানোর অনুরুধ করেন। এনিয়ে ট্রাক চালক বরকতপুর গ্রামের নঈম উল-ার ছেলে আছলম উল¬া (৩০) এর সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই সুযোগ কাজে লাগায় একই গ্রামের পুর্ব বিরোধ থাকা প্রতিপক্ষ আব্দুল আজিজ ও তার লোকজন। তারা ট্রাক চালককে বাচাঁনোর নাটক করে সিতার মিয়ার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সিতার মিয়ার বৃদ্ধ মা আলেছা বেগম (৫৫), ভাবী পারুল বেগম (৩০), ভাতিজা কাহেদ মিয়া (১৮), সাইফুজ্জামান (২১), আব্দুল আজিজের ভাতিজা রুহুল আমীন (১৮) ও ট্রাক চালক আছলম উল¬া (৩০)সহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত উলে¬খিতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি এবং আহত রুহুল আমীনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে বৃদ্ধ আলেছা বেগমের অবস্থা গুরুতর বলে জানাগেছে। এ ঘটনার খবর পেয়ে ট্রাক সমিতির লোকজন পুলিশের সহায়তায় ট্রাক চালককে উদ্ধার করেছে বলে জানাগেছে। এনিয়ে বেগমপুর গ্রামে উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সিতার মিয়া বলেন, ট্রাক চালকের সাথে তার বাকবিতন্ডা হয়েছে। এতে আজিজ ও তার পরিবারের লোকজন হামলা করার ঘটনাটি রহস্য জনক। এ ব্যাপারে আব্দুল আজিজের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার সুইচ অফ পাওয়া যায়। ট্রাক চালক আছলম মিয়া জানান, তাকে মারপিট করে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com