1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জে ক্বাবা শরিফের ছবির উপর মুর্তি প্রতিস্থাপন করে ফেসবুকে আপলোড করায় এলাকায় তুমুল উত্তেজনা। - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:

নবীগঞ্জে ক্বাবা শরিফের ছবির উপর মুর্তি প্রতিস্থাপন করে ফেসবুকে আপলোড করায় এলাকায় তুমুল উত্তেজনা।

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২৮ Time View

রাকিল হোসেন সংবাদদাতা নবীগঞ্জ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায় পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর মুর্তির ছবি প্রতিস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংবাদটি ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়লে সাথে সাথে হাজার হাজার জনতা ইনাতগঞ্জ মধ্য বাজারে রজত রায়ের দোকানের সামনে অবস্থান নেয়। উত্তেজিত জনতা রজতের ফাঁিসর দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিলকারীরা রজতের দোকান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্ঠা করেন। কিন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিক্ষোভকারা রজত এর গ্রামে বাড়িতে গিয়েও ইটপাটকেল নিক্ষেপ করে। গতকাল রোববার দুপুরে রজত রায় ইনাতগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে পবিত্র ক্বাবাশরিফের উপর হনুমানের মুর্তি প্রতিস্থানপন করে। রজত রায় মধ্যসমত গ্রামের মৃত রন রায়ের পুত্র। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র দেবনাথ ও নবীগঞ্জ থানার ওসি এম এম আতাউর রহমান ঘটনা স্থল ইনাতগঞ্জ বাজারে আসেন। এ সময় তিনি উত্তেজিত জনতার চাপের মুখে চন্ডিপুর গ্রামের আখল উল্লার বাড়ি থেকে বিকেল সাড়ে ৪টার সময় গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ সময় উত্তেজিত জনতা প্রশাসনের কাছে রজতের ফাঁিস দাবী জানালে জনতার উদ্যেশ্যে ওসি বলেন,ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার প্রতি তিনি আহবান জানান। এ ব্যাপরে স্থানীয় ইউপির বর্তমান চেয়ারম্যান বজলুর রশীদ বলেন,এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। পাশাপশি তার সর্বোচ্চা শাস্তিও দাবী জানাই। সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী বলেন,পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর মুর্তি রেখে রজত যে দৃষ্টতা দেখিয়েছে। এক জন মুসলমান হিসেবে কোন ভাবেই মেনে নেয়া যায়না। আমি তার সর্বচ্চো শাস্তির দাবী জানাই। মোস্তফাপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুর বলেন,তার এমন শাস্তি আমি চাই,যাতে ভবিশ্যতে অন্য কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে না পারে। বিক্ষোভকারী রুপধন মিয়া বলেন,এই কুলাঙ্গারের ফাঁিস চাই। এদিকে ঘটনার খবর পেয়ে বিকেল ৫টার দিকে স্থানীয় হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল সহকারে ইনাতগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় মিলিত হয়। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সাড়ে ৫টায় ইনাতগঞ্জ বাজারে আসেন। এ সময় তিনি প্রতিবাদকারীদের উদ্যোশ্যে বলেন,আইনের উর্ধ্বে কেউ নয়। ইতিমদ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনশৃংখলা পরিস্থিতি যাতে বিঘœ না ঘটে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। এদিকে সন্ধাার পর খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক হোসেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার রাশেলুর রহমান রাসেল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত রজত রায়কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com