1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ ঘন্টা পর যান চলাচল শুরু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ ঘন্টা পর যান চলাচল শুরু

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ২৮৭ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারপিঠ,কয়েকজন শিক্ষাথীকে হুমকি,প্রধান শিক্ষকের বহিস্কার প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ গতকাল শনিবার সকাল ১১টা থেকে ৩ঘন্টা ব্যাপী হাজারো শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে নবীগঞ্জ-মার্কুলী সড়ক অবরোধ করে রাখে। এ সময় দু’দিকে প্রায় কয়েক শতাধিক গাড়ী আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে প্রশাসন শিক্ষার্থীদেরকে সুষ্টু সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। শিক্ষার্থী ও অভিভাবক সুত্রে জানাযায়, উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ জাকারিয়া হোসেন বিগত ০১/০৭/২০১০ ইং তারিখে যোগদান করেন। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক উক্ত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার নিবন্ধন সনদ ভুয়া বলে সন্দেহ হলে যাচাই-বাচাইয়ের জন্য (এনটিআরসিএ) বরাবরে অভিযোগ পত্র দাখিল করেন। কর্তৃপক্ষ যাচাই পূর্বক জাকারিয়ার রোল নং-১১০৩১১৫৭, রেজিঃ নং-০৫১০৭০০৯/২০০৬ইং সনদপত্রটি সঠিক নয় মর্মে প্রতিবেদন দেয়। উক্ত প্রদিবেদনের প্রেক্ষিতে বিগত ২০/০৩/২০১৬ইং তারিখে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)১৮০০/৫ স্মারকে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়ার ( ইনডেক্স-১০৪৯৫৯৭) এর নিবন্ধন সনদপত্র জাল প্রমানিত হওয়ায় তাকে চাকুরী থেকে বরখাস্ত করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান শিক্ষক বরাবরে পত্র প্রেরন করেন। বর্তমান ম্যানেজিং কমিটি সভাপতি সাজ্জাদুর রহমান অভিযুক্ত শিক্ষকের আত্বীয় থাকায় বহিস্কার না করে ৯ মাসের সরকারী ও প্রাতিষ্টানিক বেতন ভাতাতি দেয়ার জন্য ১৪ জুন রেজুলেশন করে প্রধান শিক্ষককে স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করে। এতে প্রধান শিক্ষক স্বাক্ষর না দিলে কমিটির সভাপতি ও কয়েকজন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস পালন না করা ও বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে এনে প্রধান শিক্ষক মোঃ পিয়ার আলীকে সাময়িক ভাবে বরখাস্ত করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং শিক্ষক আবুল কাশেমকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক পিয়ার আলী সাব জজ আদালতে মামলা দায়ের করেছেন। এর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল শনিবার সকালে শিক্ষক জাকারিয়া কর্তৃক ৯ম শ্রেণীর ছাত্র আবুল রাহাত মুছাকে মারপিঠ,কয়েকজন শিক্ষার্থীকে হুমকি প্রদান করায় হাজারো শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান বলেন সিলেট শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা এসেছে। শিক্ষক জাকারিয়াকে অচিরেই বহিস্কার করা হবে। এ ব্যাপারে জাকারিয়াকে মোবাইল ফোনে তার নিবন্ধন সনদ জাল কি-না জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com