1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জ ইউনয়ন নির্বাচনের ২ দিন বাকী শেষ মুহুর্তে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ ইউনয়ন নির্বাচনের ২ দিন বাকী শেষ মুহুর্তে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ২১৮ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৮ মে ৫ম ধাপে অনুষ্টিত হবে। সে হিসেবে নির্বাচনের আর মাত্র ২ দিন বাকী। নির্বাচনকে সামনে রেখে মেঘ বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহুর্তে বিরামহীন ভাবে চলছে প্রর্থীদের প্রচার-প্রচারনা। সময় যথই ঘনিয়ে আসছে প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,স্বতন্ত্রের প্রার্থীরা তাদের কমী সমর্থক নিয়ে দিন রাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অনেক প্রাথী নির্ঘুম রাত পোহাচ্ছেন। অনেক প্রার্থীর সকাল বেলা ঘুম ভাঙতনা,আজ সেই সব প্রার্থীর ডাকে ঘুম ভাঙছে ভোটারদের। কাক ঢাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্র“তির ঢালি সাজিয়ে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছেন। সেই দচ্ছেন উন্নয়নের প্রতিশ্র“তি। তবে ভোটাররা জানিয়েছেন, শুধু আশ্বাস আর প্রতিশ্র“তি নয়, উন্নয়ন কর্মকান্ডে ও সাধারণ জনগণের সমস্যা সমাধানে যারা এগিয়ে আসবেন তাদেরকেই নির্বাচিত করবেন তারা। দলীয় প্রতীকে এবারই প্রথম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে রয়েছে বাড়তি উত্তেজনা। চায়ের দোকান, পাড়ার অলিগলি, মাছের বাজার বা খেলার মাঠ সব জায়গাই এখন ইউপি নির্বাচনের আলাপচারিতা। পোষ্টার, ব্যানারে চেয়ে গেছে ইউনিয়নের হাটবাজার, অলিগলি। নতুন ভোটাররা আগ্রহভরে অপেক্ষা করছেন ব্যালট বাক্সে ভোট প্রদানের জন্য। বিশেষ করে তরুণরা কারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারেই প্রথম দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। এবার নবীগঞ্জের ১৩ টি ইউনিয়নে মোট ৭৬ জন চেয়ারম্যান, ১৫৯ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৫৭ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের ১৩, বিএনপির ১২ ও জাতীয় পার্টির মনোনীত ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়াও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরো ৪২ জন। ১৩টি ইউনিয়নে মোট মোটার ২ লাখ ৯ হাজার ৭শত ১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৬শত ৭১ জন এবং মহিলা ১লাখ ৭ হাজার ৪৭ জন। ভোটাররা ১শত ৩২ টি ভোট কেন্দ্রে ৫শ ২৫ টি বুথে ভোট প্রদান করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com