1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নির্বাচনের আগে প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে -মওদুদ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনের আগে প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে -মওদুদ

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ২৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোনো সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তাঁর দাবি, জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিন আগে প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এসব কথা বলেন মওদুদ।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকার যে অনৈতিকতা দেখিয়েছে, এর বিচার আগামী নির্বাচনের মাধ্যমে হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খালেদা জিয়া যে দৃষ্টান্ত দেখিয়েছেন, শেখ হাসিনা সে রকম দৃষ্টান্ত দেখালে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমরা সমঝোতার পথ এখনো খোলা রেখেছি। একদলীয়ভাবে আগামী নির্বাচন হতে দেওয়া হবে না। সহায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না। সংবিধান কোনো বাধা নয়, সংবিধান পরিবর্তন না করার জন্য এটা নিয়ে আওয়ামী লীগ নাটক করছে।’
‘৫ জানুয়ারির নির্বাচন আর বাংলার মাটিতে হবে না, এমন নির্বাচন করতে গেলে এবার বাংলার জনগণ আওয়ামী লীগকে প্রতিহত করবে।’
আগামী নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে মওদুদ আহমদ আরো বলেন, ‘সেনা মোতায়েন ছাড়া নির্বাচন করতে গেলে কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগকে প্রতিহত করে দেশে জনগণের সরকার গঠন করা হবে।’
বাংলাদেশ ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরউদ্দিন স্বপন, বিএনপির ঢাকা দক্ষিণের সহসভাপতি ফরিদ উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি আহসান হাবিব লিংকন, ন্যাপ-ভাসানীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আলমগীর প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com